দেশের অধস্তন আদালতে প্রাকটিসের জন্য আইনজীবী তালিকাভুক্তির (এনরোলমেন্ট) এমসিকিউ এবং লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ বার কাউন্সিল।
এনরোলমেন্ট কমিটির নির্দেশক্রমে আজ মঙ্গলবার (১৭ অক্টোবর) বার কাউন্সিলের সচিব সিনিয়র জেলা ও দায়রা জজ ড. ওয়াহিদুজ্জামান শিকদার সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, বাংলাদেশ বার কাউন্সিলের আসন্ন এনরোলমেন্ট এমসিকিউ পরীক্ষা প্রয়োজনীয় সংখ্যক পরীক্ষা-কেন্দ্র প্রাপ্তি সাপেক্ষে আগামী ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে। এদিন সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এমসিকিউ পরীক্ষার রোল-নম্বর-ভিত্তিক পরীক্ষা-কেন্দ্রের তালিকা, অনলাইনে প্রবেশপত্র প্রাপ্তি প্রভৃতি বিষয়ে বিস্তারিত নোটিশ পরবর্তীতে যথাসময়ে বার কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
এছাড়া আসন্ন এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা প্রয়োজনীয় সংখ্যক পরীক্ষা-কেন্দ্র প্রাপ্তি সাপেক্ষে আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার বিস্তারিত পরবর্তীতে যথাসময়ে জানানো হবে।
উল্লেখ্য, বার কাউন্সিলের বিধি ৬০এ(৩) অনুযায়ী অব্যবহিত পূর্বের লিখিত পরীক্ষায় অনুত্তীর্ণ/অংশগ্রহণে ব্যর্থ প্রার্থীগণ ২২ ডিসেম্বর অনুষ্ঠিতব্য এনরোলমেন্ট লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।
উক্তরূপ প্রার্থীদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইন ফরম পূরণ ও লিখিত পরীক্ষার ফি প্রদানের বিস্তারিত বিজ্ঞপ্তি শিঘ্রই প্রকাশ করা হবে।
আরও পড়ুন: এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান হলেন বিচারপতি বোরহানউদ্দিন
পরীক্ষা সংক্রান্ত সকল বিজ্ঞপ্তি বার কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। অনিবার্য যে কোনো পরিস্থিতিতে পরীক্ষা গ্রহণের এই ঘোষিত তারিখ/সময়/শিডিউল পরিবর্তন করার এখতিয়ার এনরোলমেন্ট কমিটি সংরক্ষণ করেন বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।