এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান বিচারপতি বোরহানউদ্দিন
বিচারপতি বোরহান উদ্দিন

দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি বোরহান উদ্দিন

লিগ্যাল এইড বিষয়ক সেমিনারে অংশ নিতে ভারত সফরে গেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। তার জায়গায় ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করবেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি বোরহান উদ্দিন।

সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে এ তথ্য জানা গেছে।

‘ফার্স্ট রিজওনাল কনফারেন্স অন অ্যাকসেস টু লিগ্যাল এইড: স্ট্রেনদেনিং অ্যাকসেস টু জাস্টিস ইন দ্য গ্লোবাল সাউথ’ শীর্ষক সেমিনারে অংশগ্রহণ করতে রোববার দুপুরে প্রধান বিচারপতি ভারতে যান।

আরও পড়ুনভারত সফরে গেছেন প্রধান বিচারপতি

আগামী ১ ডিসেম্বর সন্ধ্যায় প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের দেশে ফেরার কথা রয়েছে।

সংবিধান অনুযায়ী, প্রধান বিচারপতির পদ শূন্য হলে কিংবা অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোন কারণে প্রধান বিচারপতি তাঁর দায়িত্বপালনে অসমর্থ বলে রাষ্ট্রপতির নিকট সন্তোষজনকভাবে প্রতীয়মান হলে ক্ষেত্রমত অন্য কোন ব্যক্তি অনুরূপ পদে যোগদান না করা পর্যন্ত কিংবা প্রধান বিচারপতি স্বীয় কার্যভার পুনরায় গ্রহণ না করা পর্যন্ত আপীল বিভাগের অন্যান্য বিচারকের মধ্যে যিনি কর্মে প্রবীণতম, তিনি অনুরূপ কার্যভার পালন করবেন।