নতুন শিক্ষাক্রম নিয়ে অপপ্রচার করলে আইনি ব্যবস্থা
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড

নতুন শিক্ষাক্রম নিয়ে অপপ্রচার করলে আইনি ব্যবস্থা

নতুন শিক্ষাক্রম নিয়ে অপপ্রচারে বিভ্রান্ত না হতে সর্বসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। একইসঙ্গে অপপ্রচার করলে আইনানুগ ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছে এনসিটিবি।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু লোকের হাঁসের ডাক বা ব্যাঙের লাফ দেয়ার ভিডিও নতুন শিক্ষাক্রমের প্রশিক্ষণের নয় বলে জানিয়েছে এনসিটিবি। মিথ্যা প্ররোচনায় বিভ্রান্ত না হতে সবার প্রতি আহ্বান জানিয়ে এ ধরনের মিথ্যা তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড ও তা শেয়ার বা কমেন্ট করা থেকে বিরত থাকতে বলা হয়েছে পাঠ্যপুস্তক বোর্ডের পক্ষ থেকে।

রোববার (৩ ডিসেম্বর) জারি করা এক বিজ্ঞপ্তিতে এসব অপপ্রচারে বিভ্রান্ত না হতে সর্বসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে এনসিটিবি।

এনসিটিবির সচিব নাজমা আখতার স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বার্থান্বেষী একটি গোষ্ঠী সম্প্রতি নতুন জাতীয় শিক্ষাক্রম সম্পর্কে মিথ্যা তথ্য পরিবেশন ও ভুল ব্যাখ্যা দিয়ে জনমনে বিরূপ মনোভাব সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। এর অংশ হিসেবে সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে বা আমাদের জাতীয় সংস্কৃতি ও মূল্যবোধের পরিপন্থি কাজকে শিক্ষাক্রমের কাজ বলে প্রচার করা হচ্ছে। নবীর ছবি আঁকতে বলা হয়েছে লিখে মিথ্যাচার করছে। হিন্দি গানের সঙ্গে স্কুলের পোশাক পরা কিছু ছেলেমেয়ে ও ব্যক্তির অশ্লীল নাচ আপলোড করে বলা হচ্ছে শিক্ষাক্রমের নির্দেশনা-যা মিথ্যা।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, কিছু লোক ব্যাঙের লাফ বা হাঁসের ডাক দিচ্ছেন এমন ভিডিও আপলোড করে বলা হচ্ছে এটা নতুন শিক্ষাক্রমের শিক্ষক প্রশিক্ষণের অংশ, যা সম্পূর্ণ মিথ্যাচার। নতুন শিক্ষাক্রমে সব ধর্ম বর্ণের মানুষের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শনের কথা বলা হয়েছে। আমাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতিকে ভবিষ্যত প্রজন্মের মধ্যে বিকশিত করার ব্যবস্থা রাখা হয়েছে। মিথ্যা অপপ্রচারের মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমকে বিপন্ন করার প্রচেষ্টা যারা করছেন তাদের এরূপ কাজ থেকে বিরত থাকার জন্য সতর্ক করা যাচ্ছে।

এনসিটিবি বলছে, শিক্ষাক্রমের কোনো ত্রুটিবিচ্যুতি থাকলে তা আমাদের জানালে আমরা অবশ্যই তা বিবেচনা করে প্রয়োজনীয় সংশোধন পরিমার্জন করবো। কিন্তু অপপ্রচার করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ অবস্থায় সর্বসাধারণকে মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়ে এনসিটিবি মিথ্যা তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড, শেয়ার বা কমেন্ট করা থেকে বিরত থাকতে বলেছে।

এনসিটিবি আরো জানায়, প্রাক প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষার্থীদের শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক প্রণয়নের একমাত্র জাতীয় প্রতিষ্ঠান এনসিটিবি দেশের মানসম্পন্ন শিক্ষা উন্নয়ন ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

প্রসঙ্গত, সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন শিক্ষাক্রমের নাম দিয়ে একাধিক ভিডিও ভাইরাল হয়েছে। একটি ভিডিওতে একাধিক ব্যক্তিকে হাঁসের ডাক নিয়ে অভিনয় করতে দেখা যায়। আরেকটি ভিডিওতে সাইকেল চালানোর অভিনয় দেখানো হয়েছে।