নবনিযুক্ত প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের শপথ ২৬ সেপ্টেম্বর
নবনিযুক্ত প্রধান বিচারপতি ওবায়দুল হাসান

অ্যাটর্নি জেনারেল অফিসের সাথে প্রধান বিচারপতির মতবিনিময়

বিচার বিভাগের জন্য দীর্ঘমেয়াদী জুডিসিয়াল প্ল্যান প্রস্তুতকল্পে অ্যাটর্নি জেনারেল অফিসের সাথে মতবিনিময় করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

আজ বুধবার (২০ ডিসেম্বর) বিকাল সোয়া ৪টায় বাংলাদেশ সুপ্রীম কোর্টের কনফারেন্স রুমে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

প্রধান বিচারপতির সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন আপীল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিম, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, আতিরিক্ত অ্যাটর্নি জেনারেলবৃন্দ, ডেপুটি অ্যাটর্নি জেনারেলবৃন্দ, সহকারী অ্যাটর্নি জেনারেলবৃন্দ এবং সুপ্রীম কোর্ট রেজিস্ট্রির সদস্যবৃন্দ।

মতবিনিময় সভায় অ্যাটর্নি জেনারেল অফিসের সদস্যবৃন্দ বিচার বিভাগের জন্য দীর্ঘমেয়াদী জুডিসিয়াল প্ল্যান প্রণয়নের নিমিত্তে তাদের মূল্যবান মতামত তুলে ধরেন। মতামতগুলো আগামী ৪ সপ্তাহের মধ্যে লিখিত আকারে সুপ্রীম কোর্ট কর্তৃপক্ষকে জমা দিতে আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি।