বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি, বাংলাদেশের জন্য খণ্ডকালীন আইন উপদেষ্টা (চুক্তিভিত্তিক) নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের ডাকযোগে বা সরাসরি আবেদন করতে হবে।
পদের নাম: খণ্ডকালীন আইন উপদেষ্টা (চুক্তিভিত্তিক)
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা: এলএলবি ডিগ্রি থাকতে হবে। বার-এট-ল ডিগ্রিধারি প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
অভিজ্ঞতা: প্রার্থীকে বাংলাদেশ সুপ্রিম কোর্টে মামলা পরিচালনায় ১০ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া পাবলিক বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট যাবতীয় আইন, বিধিবিধান সম্পর্কে বাস্তব জ্ঞান থাকতে হবে।
বেতন: নির্বাচিত আইন উপদেষ্টার মাসিক রিটেইনার ফি আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। নির্বাচিত আইন উপদেষ্টা আদালতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মামলা পরিচালনার জন্য প্রচলিত ফি ও অন্যান্য খরচ নির্ধারিত হারে পাবেন।
যেভাবে আবেদন: আগ্রহী প্রার্থীদের নিজ হাতে পূরণ করা আট সেট আবেদনপত্র ডাকযোগে/সরাসরি অফিস সময়ের মধ্যে পাঠাতে হবে। আবেদন ফরম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বা রেজিস্ট্রার অফিস থেকে সংগ্রহ করা যাবে। প্রার্থীর পদের নাম খামের ওপর স্পষ্ট অক্ষরে উল্লেখ করতে হবে।
চাকরি সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য জানতে বিজ্ঞপ্তি দেখুন
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: রেজিস্ট্রার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি, ১৪/৬-১৪/২৩, পল্লবী, মিরপুর-১২, ঢাকা-১২১৬।
আবেদনের শেষ সময়: ১৭ জানুয়ারি, ২০২৪।