আদালতে সাক্ষীকে জেরার সময় মারা গেলেন আইনজীবী
শোক

সুপ্রিম কোর্টের আইনজীবী সহিদুল ইসলামের মৃত্যুতে প্রধান বিচারপতির শোক

দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আইনজীবী মোঃ সহিদুল ইসলাম খান লিটন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) ভোরে তিনি ইন্তেকাল করেন। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে দুপুর ১:৩৫ ঘটিকায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রধান বিচারপতিসহ আপিল ও হাইকোর্ট বিভাগের অন্যান্য বিচারক এবং সুপ্রিম কোর্টের শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।

অ্যাডভোকেট মোঃ সহিদুল ইসলাম খান লিটনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। এক শোক বার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, সহিদুল ইসলাম ১৯৬৭ সালের ১ ডিসেম্বর বগুড়া জেলায় জন্মগ্রহণ করেন। স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্নের পর নওগাঁ ল’ কলেজ থেকে এলএলবি ডিগ্রি লাভ করেন। ১৯৯৫ সালের ১২ অক্টোবর আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। এরপর ১৯৯৮ সালের ৫ সেপ্টেম্বর হাইকোর্টে আইন পেশার অনুমতিপ্রাপ্ত হন।