বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলী গুরুতর হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
রবিবার (২১ জানুয়ারি) লন্ডন সময় রাতে ব্যারিস্টার নাজির আহমদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
ব্যারিস্টার ইমান আলী বিচার বিভাগের অন্যতম দীর্ঘ সময়ের বিচারপতি ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সমসাময়িক অন্যতম সেরা মেধাবী বিচারপতি। তার সুস্থতার জন্য তার মেয়ে ব্যারিস্টার নাজরানা ইমানসহ পরিবারের সদস্যরা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
বিচারপতি মোহাম্মদ ইমান আলীর জন্ম ১৯৫৬ সালের ১ জানুয়ারি। তিনি আইনে সর্বোচ্চ ডিগ্রি অর্জনের পর ব্যারিস্টার অ্যাট ল’ পাস করেন। ১৯৭৯ সালের ২১ জুন জেলা আদালত, ১৯৮২ সালের ১১ মে হাইকোর্ট বিভাগ ও ১৯৯৫ সালের ২১ আগস্ট আপিল বিভাগের বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন তিনি।
২০০১ সালের ২২ ফেব্রুয়ারি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান ইমান আলী। দুই বছর পর একই বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান।
২০১১ সালের ২৩ ফেব্রুয়ারি আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছিলেন মোহাম্মদ ইমান আলী।