প্রথমবারের মতো পরিচয়পত্র পেলেন অধস্তন আদালতের বিচারকরা। সুপ্রিম কোর্ট কনফারেন্স রুমে মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিকালে অনুষ্ঠানিকভাবে বিচারকদের হাতে পরিচয়পত্র তুলে দেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।
এদিন ১৬ জন বিচার বিভাগীয় কর্মকর্তার হাতে আধুনিক সিকিউরিটি ফিচার সম্বলিত পরিচয়পত্র তুলে দেওয়া হয়। এর মধ্যে আইন সচিব মো. গোলাম সারওয়ার, সুপ্রিম কোর্টের রেজিস্টার জেনারেল মো. গোলাম রব্বানী, ঢাকা মহানগর দায়রা জজ, ঢাকার জেলা জজ রয়েছেন।
আরও পড়ুন: আদালতের এজলাস থেকে লোহার খাঁচার অপসারণে সুপ্রিম কোর্টের ১০ আইনজীবীর রিট
এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—আপিল বিভাগের বিচারপতি এম ইনায়তুর রহিম, বিচারপতি আশফাকুল ইসলাম, বিচারপতি আবু জাফর সিদ্দিকী ও অধস্তন আদালতের মনিটরিংয়ের দায়িত্বপ্রাপ্ত হাইকোর্ট বিভাগের বিচারপতিরা।
আরও পড়ুন: ব্যবসায়ীকে যাবজ্জীবন ও ১০০ কোটি অর্থদণ্ড
এ বিষয়ে সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মোয়াজ্জেম হোসেন বলেন, উদ্বোধনী দিনে ১৬ জন বিচারকের হাতে পরিচয়পত্র তুলে দিয়েছেন প্রধান বিচারপতি। এখন জেলায় জেলায় বিচারকদের পরিচয়পত্র পাঠানো হবে।