বিচারপতি আবদুল আউয়াল মারা গেছেন

বিচারপতি আবদুল আউয়াল মারা গেছেন

দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি আবদুল আউয়াল মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ বৃহস্পতিবার (৪ মার্চ) সকাল সোয়া ৭টায় তিনি ইন্তেকাল করেন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার ব্যারিস্টার মুহাম্মদ সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

আজ বাদ যোহর সুপ্রিম কোর্ট ইনার গার্ডেনে আবদুল আউয়ালের জানাজা অনুষ্ঠিত হবে।

আবদুল আউয়াল ১৯৪৬ সালের ২০ আগস্ট জন্ম গ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক এবং অর্থনীতিতে স্নাতকোত্তর সম্পন্ন করেন।

১৯৭৩ সালে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হয়ে বিচারিক আদালতে আইন পেশায় নিযুক্ত হন। ১৯৭৫ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের এবং ১৯৯৬ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন।

২০০২ সালে হাইকোর্টের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান। ২০০৪ সালে একই বিভাগের স্থায়ী বিচারক হন।