বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন দেশের সকল আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীদের নিয়ে আগামীকাল সোমবার (৫ মে) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এক ঘণ্টার সর্বাত্মক শান্তিপূর্ণ কর্মবিরতির ঘোষণা দিয়েছে।
দীর্ঘদিনের দাবি বাস্তবায়নে বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার পরও প্রয়োজনীয় অগ্রগতি না হওয়ায় এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে বলে জানিয়েছে এসোসিয়েশন।
সংগঠনের কেন্দ্রীয় কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সহায়ক কর্মচারীদের জন্য পৃথক কোডের আওতায় বিচার বিভাগীয় সচিবালয় গঠন এবং বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেল অনুযায়ী বেতন-ভাতার সুযোগ প্রদান—এই দুই প্রধান দাবি পূরণে বারবার স্মারকলিপি প্রদান ও আলোচনা সত্ত্বেও দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি।
২০২৪ সালের ৩ জানুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদানসহ জেলা প্রশাসক ও জেলা জজদের মাধ্যমে সংশ্লিষ্ট মহলে বারবার দাবি জানানো হয়।
এছাড়াও গত ১১ ডিসেম্বর ২০২৪ তারিখে বিচার বিভাগ সংক্রান্ত কমিশনের সঙ্গে সাক্ষাৎ করে দাবি উপস্থাপন করেন এসোসিয়েশনের নেতারা।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারিভাবে দাবি বাস্তবায়নের জন্য কোনো নির্দিষ্ট গাইডলাইন বা আশ্বাস না পাওয়ায় কর্মচারীরা নিজ নিজ কর্মস্থলে এক ঘণ্টার শান্তিপূর্ণ কর্মবিরতি পালন করবে। এছাড়াও দাবি পূরণে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি নেওয়ার ইঙ্গিত দিয়েছেন নেতৃবৃন্দ।
সংগঠনের সাধারণ সম্পাদক কাজী ছালাউদ্দিন ও সভাপতি মো: রেজোয়ান খন্দকার যৌথভাবে প্রেস বিজ্ঞপ্তিতে সবাইকে এই কর্মসূচি সফল করতে সার্বিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন।