‘জুডিসিয়ারি সংস্কার কমিশন’ এর সম্মানিত সদস্য, প্রাক্তন জেলা ও দায়রা জজ এবং বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশন এর প্রাক্তন মহাসচিব মাসদার হোসেন আগামীকাল শুক্রবার (৯ মে) ‘ডি জুরি একাডেমি’ পরিদর্শন করবেন।
এদিন সকাল ১০টা থেকে একাডেমির ‘মাসদার হোসেন’ থিয়েটার রুমে আয়োজিত “From Vision to Verdict: The Path to an Independent Judiciary” শীর্ষক সেমিনারে তিনি প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন।
এ সেমিনারের মূল বিষয়বস্তু থাকবে “বিচার বিভাগের স্বাধীনতা ও সংবিধানিক শাসন: বাস্তবতা ও ভবিষ্যৎ পথচলা”। একাডেমির শিক্ষার্থীরা, মেন্টরবৃন্দ ও আইনজীবীদের অংশগ্রহণে সেমিনারটি প্রাণবন্ত হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।
ডি জুরি একাডেমি একটি বাংলাদেশ ভিত্তিক আইন শিক্ষার প্রতিষ্ঠান, যা আইনজীবী, বিচারক, ও আইন পেশায় আগ্রহী ব্যক্তিদের জন্য বিভিন্ন প্রশিক্ষণ ও কোর্স পরিচালনা করে।
প্রতিষ্ঠানটি অনলাইন এবং অফলাইন উভয় মাধ্যমেই শিক্ষা কার্যক্রম পরিচালনা করে, যার মধ্যে রয়েছে লাইভ ক্লাস, ভিডিও কোর্স, মক ভাইভা, এবং বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি।
ডি জুরি একাডেমির বার কাউন্সিল এবং বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পরীক্ষার পরীক্ষার্থীরা সরাসরি ক্যাম্পাসে সেশনটিতে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন।
সেই সাথে ‘De Jure Academy’ এর ফেসবুক পেইজ এবং ইউটিউব চ্যানেল এবং লয়ারস’ ক্লাব বাংলাদেশ এর ফেসবুক পেইজ থেকে সকাল ১০টা থেকে সেশনটি লাইভ সম্প্রচার হবে।
ডি জুরি একাডেমির প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়ালিদ রহমান স্বপ্নীল বলেন, “মাসদার হোসেন স্যার আমাদের দেশের বিচার ব্যবস্থায় এক যুগান্তকারী ব্যক্তিত্ব। তাঁর উপস্থিতি ও দিকনির্দেশনা সকল আইন শিক্ষার্থীদের জন্য এক বিরল প্রেরণা।”
উল্লেখ্য, মাসদার হোসেন ‘মাসদার হোসেন মামলা’ (২০০০) এর মাধ্যমে বাংলাদেশে বিচার বিভাগের স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর কর্মজীবন ও আদর্শ সকল বিচারক এবং আইনজীবীদের অনুপ্রাণিত করে চলেছে।