বরগুনায় পরিবেশের স্পেশাল ম্যাজিস্ট্রেট ও বিশুদ্ধ খাদ্য আদালতের যৌথ অভিযান

বরগুনায় পরিবেশের স্পেশাল ম্যাজিস্ট্রেট ও বিশুদ্ধ খাদ্য আদালতের যৌথ অভিযান

বরগুনায় পরিবেশের স্পেশাল ম্যাজিস্ট্রেট ও বিশুদ্ধ খাদ্য আদালতের যৌথ অভিযানে ১টি স’মিলের ২ জনের সাজা এবং ২টি খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা গ্রহণ করা হয়। গত ৩ মে বরগুনার তালতলী উপজেলায় এই অভিযান পরিচালনা করা হয়।

বরগুনার আমতলী ও তালতলী উপজেলার পরিবেশের স্পেশাল ম্যাজিস্ট্রেট ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান পরিবেশের ছাড়পত্র না থাকায় মেসার্স হায়দার স’মিলের ম্যানেজার মো: আব্বাসকে (পিতা-হায়দার) ১ লক্ষ টাকা অর্থদণ্ড অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড আরোপ করেন এবং স’মিলের স্বত্ত্বাধিকারী মো. হায়দারকে জাল অবস্থানগত ছাড়পত্র তৈরি করায় ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অর্থদণ্ডের টাকা প্রদান করতে অপারগ হওয়ায় আসামী আব্বাসকে জেলহাজতে প্রেরণ করা হয় এবং আসামী হায়দার অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে সাজা গ্রেফতারী পরোয়ানা ইস্যু করা হয়।

অপরদিকে বরগুনা জেলার বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস. এম. শরীয়ত উল্লাহ বিসমিল্লাহ বেকারী নামে ১টি বেকারী ও মুসলিম সুইটস নামে ১টি মিষ্টিদ্রব্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়ম পাওয়ায় ২টি মামলা গ্রহণ করেন।

অভিযানে নৌবাহিনীর একটি সশস্ত্র টিম, আমতলী থানা ও তালতলী থানা পুলিশের দুটো সসস্ত্র টিম এবং তালতলি ফায়ার সার্ভিসের একটি টিম উপস্থিত ছিলো।