মানবাধিকার ও পরিবেশ বিষয়ক এক সেমিনারে যোগ দিতে নিউইয়র্কে গেলেন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের চেয়ারম্যান অ্যাডভোকেট মনজিল মোরসেদ।
বিষয়টি নিশ্চিত করে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ বলেন, ‘শনিবার (১০ মে) কানাডা ও অমেরিকায় এইটআরপিবি আয়োজিত সেমিনারে যোগদানের উদ্দেশে এসেছি।’
এর আগে শনিবার সকালে ঢাকা থেকে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রওনা হন তিনি।
নিউইয়র্কে ‘প্রবাসীদের অধিকার’ ও টরেন্টোতে ‘বর্তমান বিশ্ব পরিস্থিতির প্রেক্ষাপটে মানবাধিকার ও বাংলাদেশের পরিপ্রেক্ষিত’ বিষয়ের উপর অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এই অ্যাডভোকেট।
উল্লেখ্য, মানবাধিকার এবং পরিবেশ নিয়ে দেশ এবং দেশের বাইরে বিভিন্ন সংস্থার সঙ্গে কাজ করেন রাইট অ্যান্ড পিস ফর বাংলাদেশের চেয়ারম্যান অ্যাডভোকেট মনজিল মোরসেদ।