প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠায় ট্রাইবুনাল গঠনের দাবিতে নিউইয়র্কে HRPB এর সেমিনার
সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মনজিল মোরসেদ

প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠায় ট্রাইবুনাল গঠনের দাবিতে নিউইয়র্কে HRPB এর সেমিনার

প্রবাসীদের অধিকার রক্ষায় কার্যকর আইনি কাঠামো গঠনের দাবিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

নিউইয়র্কের জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজায় হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (HRPB) এর উদ্যোগে গতকাল রোববার (১১ মে) সন্ধ্যায় আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মনজিল মোরসেদ।

সেমিনারে সভাপতিত্ব করেন HRPB নিউইয়র্ক শাখার সভাপতি অ্যাডভোকেট ম. জাকির মিয়া এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাঈদ মইন উদ্দিন জুনেল।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মনজিল মোরসেদ বলেন, “বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা দেশে এসে বিভিন্ন ধরণের হয়রানি ও মৌলিক অধিকার লঙ্ঘনের শিকার হন। কিন্তু আইনের দীর্ঘসূত্রিতা এবং প্রাতিষ্ঠানিক কাঠামোর অভাবে তারা প্রতিকার পান না। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য দ্রুত প্রবাসী ট্রাইবুনাল গঠন করা জরুরি।”

প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠায় ট্রাইবুনাল গঠনের দাবিতে নিউইয়র্কে HRPB এর সেমিনার
প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠায় ট্রাইবুনাল গঠনের দাবিতে নিউইয়র্কে HRPB এর সেমিনার

তিনি আরও বলেন, “নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে প্রতিটি দেশের বাংলাদেশি দূতাবাসে ভোট প্রদানের ব্যবস্থা করতে হবে। এছাড়া, প্রয়োজনে সংসদ কার্যক্রম ছাড়াও রাষ্ট্রপতির অর্ডিন্যান্সের মাধ্যমে এই আইন প্রণয়ন সম্ভব।”

সেমিনারে আরও বক্তব্য রাখেন প্রবাসী অ্যাডভোকেট মোঃ আলী বাবুল, অ্যাডভোকেট আব্দুল হাই কাইয়ুম, সাংবাদিক আকিকুল ইসলাম ভূঁইয়া, অ্যাডভোকেট এম. এ. রশিদ প্রমুখ।

সেমিনার শেষে HRPB নিউইয়র্ক শাখার ২০২৫-২০২৭ সালের নতুন কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ হলেন:

  • সভাপতি: অ্যাডভোকেট ম. জাকির মিয়া

  • সহ-সভাপতি: অ্যাডভোকেট আব্দুল হাই কাইয়ুম

  • সাধারণ সম্পাদক: অ্যাডভোকেট সাঈদ মইন উদ্দিন জুনেল

  • সহ-সম্পাদক: অ্যাডভোকেট ইব্রাহিম লুদী

  • সাংগঠনিক সম্পাদক: অ্যাডভোকেট আব্দুর রশিদ

  • প্রচার সম্পাদক: রিনা আবেদিন

  • আইন সম্পাদক: অ্যাডভোকেট তাহমিদা আক্তার সুইটি

  • কোষাধ্যক্ষ: আক্তারুর রহমান মামুন

  • কার্যকরী সদস্য: মোঃ আব্দুর রহমান কিবরিয়া, অ্যাডভোকেট মোহাম্মদ সাইদুর রহমান, অ্যাডভোকেট আতিকুর রহমান সাবু, মহিউদ্দিন, অ্যাডভোকেট জয় আচার্য, অ্যাডভোকেট আজাদ আলী, আবুল কাশেম রাজু, অ্যাডভোকেট কুদরাতুন্নেসা, আজাদ আলী শিপু ও আলতাফ হুসেইন।