খাস কামরায় নয়, বিচারিক আদালতের আদেশ-রায় দিতে হবে প্রকাশ্য আদালতে
বাংলাদেশ সুপ্রিম কোর্ট

১৭ ও ২৪ মে শনিবার শুধু সুপ্রিম কোর্টের দাপ্তরিক কাজ চলবে

সংশোধিত বিজ্ঞপ্তি

আগামী ১৭ ও ২৪ মে শনিবার সুপ্রিম কোর্ট খোলা থাকা নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

সোমবার (১২ মে) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমেদ ভূঞা স্বাক্ষরিত সংশোধিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষ্যে ১১ ও ১২ জুন যথাক্রমে বুধবার ও বৃহস্পতিবার নির্বাহী আদেশে সরকারি ছুটি এবং দাপ্তরিক কাজের স্বার্থে ১৭ মে শনিবার ও ২৪ মে শনিবার সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা রাখার ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষ্যে সুপ্রিম কোর্টের উভয় বিভাগ আগামী ১১ ও ১২ জুন বুধবার ও বৃহস্পতিবার সাধারণ ছুটির আওতাভুক্ত থাকবে এবং ১৭ মে শনিবার ও ২৪ মে শনিবার সাপ্তাহিক ছুটির দিনে উভয় বিভাগে শুধু দাপ্তরিক কার্যক্রম চলমান থাকবে।

এর আগের বিজ্ঞপ্তিতে আগামী ১৭ ও ২৫ মে শনিবার সুপ্রিম কোর্টের উভয় বিভাগের দাপ্তরিক ও বিচারিক কার্যক্রম চলমান রাখার কথা উল্লেখ ছিল।