মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী : নিয়মিত আদালতের মামলার জট কমাতে লিগ্যাল এইডের কার্যক্রম সারাদেশে আরো ব্যাপক পরিসরে সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য জেলা লিগ্যাল এইড অফিসারের পদটি সিনিয়র সহকারী জজ এর পরিবর্তে যুগ্ম জেলা ও দায়রা জজ মর্যাদায় উন্নীত করা হবে। একইসাথে একই অফিসে একজন সিনিয়র সহকারী জজ পদমর্যাদার কর্মকর্তাও কাজ করবেন।
রোববার (১১ মে) কক্সবাজার জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে “সরকারী আইনগত সহায়তা সেবা কার্যক্রম সম্প্রসারণে স্থানীয় সুশীল সমাজ ও ধর্মীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে পরামর্শ সভা” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় আইনগত সহয়তা প্রদান সংস্থার পরিচালক (জেলা ও দায়রা জজ) সৈয়দ আজাদ সুবহানী একথা বলেন।
কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক নিশাত সুলতানা ও জেলা লিগ্যাল এইড অফিসার সাজ্জাতুন নেছা লিপি’র যৌথ সঞ্চালনায় কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মুনসী আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত পরামর্শ সভায় স্বাগত বক্তব্য রাখেন, কক্সবাজারের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আক্তার হোসেন।
সভায় জাতীয় লিগ্যাল এইড সংস্থার পরিচালক সৈয়দ আজাদ সুবহানী আরো বলেন, বিরোধ নিষ্পত্তির জন্য লিগ্যাল এইড খুবই জরুরি ও অভিনব একটি মাধ্যম। লিগ্যাল এইড নিয়ে আমরা অনেক বড়-বড় স্বপ্ন দেখছি, সম্পূর্ণ ভিন্নভাবে চিন্তা করছি। এই খাতটির মাধ্যমে আরো ব্যাপক পরিসরে বিচারিক সেবা দিতে আইনগত সহায়তা প্রদান সংস্থা ও আইন প্রণয়ন কর্মকর্তাদের সঙ্গে আমরা কাজ করছি। এজন্য জেলা পর্যায়ের লিগ্যাল এইড অফিস গুলোতে আরো জনবলের পদ সৃজন, পরিবহন সুবিধা, লজিস্টিক সাপোর্ট সহ অত্যাবশ্যকীয় সব কিছু করা হবে।
পরিচালক সৈয়দ আজাদ সুবহানী বলেন, কক্সবাজারের পরামর্শ সভা থেকে প্রাপ্ত গুরুত্বপূর্ণ সুপারিশগুলো উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে বাস্তবায়নের চেষ্টা করা হবে। সমাজের সকলকে দেশপ্রেমবোধ নিয়ে লিগ্যাল এইড এর সাথে সম্পৃক্ত হওয়ার আহবান জেলা জজ সৈয়দ আজাদ সুবহানী। তিনি আরো বলেন, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ রয়েছেন, যারা এখনো কাজের জন্য পারদর্শী, বিচারিক কাজে তাঁদের রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা, যা মানুষকে লিগ্যাল এইডের প্রতি আস্থা বাড়াতে বড় ভূমিকা পালন করবে। তাঁদেরকে লিগ্যাল এইড কার্যক্রমে সংযুক্ত করার চিন্তা করছে সরকার।
সভাপতির বক্তব্যে কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মুনসী আব্দুল মজিদ বলেন, লিগ্যাল এইড এর সেবা বিচারপ্রার্থীদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার মাধ্যমে সম্মিলিত প্রচেষ্টায় কক্সবাজার জেলাকে লিগ্যাল এইড এর কার্যক্রমের একটি ‘মডেল জেলা’ হিসাবে গড়ে তোলার জন্য কাজ করা হচ্ছে।
পরামর্শ সভায় লিগ্যাল এইড কার্যক্রমের উপর ডকুমেন্টারি প্রদর্শন ও পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ সাজ্জাতুন নেছা লিপি।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যডভোকেট ছৈয়দ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ তাওহীদুল আনোয়ার, সাবেক পিপি অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যডভোকেট শাহজালাল চৌধুরী, জিপি অ্যাডভোকেট শামসুল হুদা, পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, অ্যাডভোকেট আখতার উদ্দিন হেলালী, অ্যাডভোকেট মোস্তাক আহমদ চৌধুরী, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক ফাহমিদা বেগম, জেলা তথ্য অফিসার আবদুছ সাত্তার, প্যানেল আইনজীবী অ্যাডভোকেট মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী, পুরোহিত বিশ্বনাথ বন্ধোপধ্যায়, পরিমল ব্রাহ্মচারী, মন্দিরভিত্তিক স্কুলের শিক্ষিকা শিলু দাশ, কক্সবাজার জেলা নিকাহ রেজিস্ট্রার সমিতির সভাপতি সাহাদাতুল ইসলাম, কক্সবাজার জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আবদুল খালেক নিজামী, বড়বাজার জামে মসজিদের খতিব মাওলানা কামাল উদ্দিন, কক্সবাজার জেলা মডেল মসজিদের ইমাম মুফতি মাওলানা সোলাইমান কাসেমী প্রমুখ।
সভায় লিগ্যাল এইডের উপকারভোগী সাবিনা ইয়াসমিন ও ছানাউল্লাহ তাদের অনুভূতি ব্যক্ত করেন।
পরামর্শ সভায় বিচারকদের মধ্যে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মামুনুর রশিদ, যুগ্ম জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোহাম্মদ আবুল মনসুর সিদ্দিকী, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইরফানুল হক চৌধুরী, সিনিয়র সহকারী জজ মৈত্রী ভট্টাচার্য, জাতীয় আইনগত সহয়তা প্রদান সংস্থার সহকারী পরিচালক ও সহকারী জজ আরিফা চৌধুরী হিমেল, সিনিয়র সহকারী জজ প্রবাল চক্রবর্তী, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শ্রীজ্ঞান তঞ্চঙ্গাঁ, সিনিয়র সহকারী জজ সায়মা আফরীন হীমা, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা সাত্তার, সিনিয়র সহকারী জজ সেঁজুতি জান্নাত প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া, সভায় সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আমির হোসাইন, লিগ্যাল এইড এর প্যানেল আইনজীবী অ্যাডভোকেট ইয়াসমিন শওকত জাহান রোজী, অ্যাডভোকেট মঈনুল আমিন ইমু, অ্যাডভোকেট মোহাম্মদ আবু ছৈয়দ, অ্যাডভোকেট বিশ্বজিৎ ভৌমিক, অ্যাডভোকেট মীর মোশাররফ হোসেন, কক্সবাজার প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক ও এনটিভি প্রতিনিধি ইকরাম চৌধুরী টিপু, চ্যানেল আই প্রতিনিধি সরওয়ার আজম মানিক, সিবিএন এর বার্তা প্রধান ইমাম খাইর, দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি মাঈন উদ্দিন হাসান শাহেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
একইদিন জাতীয় আইনগত সহয়তা প্রদান সংস্থার পরিচালক (জেলা ও দায়রা জজ) সৈয়দ আজাদ সুবহানী কক্সবাজার জেলা লিগ্যাল এইড অফিস পরিদর্শন করেন। এরআগে পরিচালক সৈয়দ আজাদ সুবহানী কক্সবাজার বিমানবন্দরে পৌঁছালে কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মুনসী আব্দুল মজিদ ও জেলা লিগ্যাল এইড অফিসার সাজ্জাতুন নেছা লিপি তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান। এসময় উপ-পরিচালক (যুগ্ম জেলা ও দায়রা জজ) আবদুল্লাহ আল আমিন ভূঁইয়া উপস্থিত ছিলেন।