বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নে সদ্য নির্মিত তিন কিলোমিটার সড়কের পিচ ঢালাই ‘হাতের টানেই উঠে যাচ্ছে’—এমন খবর প্রকাশের পর আদালত স্বপ্রণোদিত হয়ে মামলা রুজু করেছেন। সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সিআইডিকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
গতকাল (১১ মে) আমতলী উপজেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান এ বিষয়ে স্বপ্রণোদিতভাবে দি কোড অব ক্রিমিনাল প্রসিডিওর, ১৮৯৮ এর ১৯০(১)(সি) ধারায় একটি বিবিধ মামলা রুজু করেন।
মামলায় প্রকৃত ঘটনা উদঘাটন, নির্মাণকাজে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠান শনাক্ত এবং বিস্তারিত তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের আদেশ দেওয়া হয়।
ঘটনার সূত্রপাত হয় ১০ এপ্রিল ২০২৫ তারিখে আজকের পত্রিকা নামক একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের মাধ্যমে।
“হাতের টানেই উঠে যাচ্ছে সড়কের পিচ ঢালাই” শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, চাওড়া ইউনিয়নের তিন কিলোমিটার সড়ক নির্মাণে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হয়েছে এবং বিটুমিন না দিয়েই ঢালাই সম্পন্ন করা হয়েছে।
এমনকি স্থানীয় বাসিন্দারা কাজের অনিয়ম নিয়ে প্রতিবাদ করলে তাদের হুমকি-ধামকি দেওয়া হয় বলেও প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়।
সংবাদে আরও বলা হয়, ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রহমান ট্রেডার্স সড়কটির নির্মাণকাজে ব্যাপক অনিয়ম করেছে এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরের তদারকিতে ঘাটতি ও অবহেলা ছিল সুস্পষ্ট।
এসব অনিয়ম আদালতের দৃষ্টিগোচর হলে ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিকভাবে মামলার আদেশ দেন।
স্থানীয়দের মতে, এমন নিম্নমানের নির্মাণ কাজের ফলে সড়কটি বর্ষা মৌসুমেই চলাচলের অযোগ্য হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।