দেশের ভবিষ্যৎ আইনজীবী ও বার কাউন্সিল পরীক্ষার্থীদের জন্য দিকনির্দেশনামূলক ও প্রেরণাদায়ী একটি অনন্য অভিজ্ঞতা হিসেবে সফলভাবে অনুষ্ঠিত হলো De Jure Academy আয়োজিত বিশেষ অনলাইন সেমিনার ‘আইন পেশায় ক্যারিয়ার’।
গতকাল ১৭ মে, শনিবার বিকেল ৪.০০টায় অনুষ্ঠিত এই সেমিনারে প্রধান অতিথি ও Keynote Speaker হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, সিনিয়র অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট এবং চেয়ারম্যান,এক্সিকিউটিভ কমিটি, বাংলাদেশ বার কাউন্সিল।
ব্যারিস্টার কাজল শুধুমাত্র আইন পেশার কাঠামো ও সম্ভাবনার কথা বলেননি, বরং তিনি অত্যন্ত আন্তরিকভাবে নিজের জীবনের বাস্তব অভিজ্ঞতা, উত্থান-পতনের গল্প, এবং দীর্ঘপথে অর্জিত অন্তর্দৃষ্টি শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন। তার বক্তব্য ছিলো মানবিক, অনুপ্রেরণামূলক এবং সাহস জোগানো।
সেমিনার চলাকালীন সময়, অনেক শিক্ষার্থী সরাসরি প্রশ্ন করার সুযোগ পান, এবং বার কাউন্সিল ও আইন পেশার বিভিন্ন দিক নিয়ে তাদের জিজ্ঞাসার উত্তর পান সরাসরি একজন অভিজ্ঞ আইনজীবীর কাছ থেকে। এই অংশটি ছিল শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে মূল্যবান ও শিক্ষণীয়। সেমিনারটি সরাসরি ডি জুরি একাডেমি, ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ এবং রুহুল কুদ্দুস কাজলের ফেসবুক পেইজ থেকে লাইভ সম্প্রচারিত হয়েছে।
De Jure Academy-র প্রধান নির্বাহী পরিচালক ওয়ালিদ রহমান স্বপ্নিল বলেন,
“এমন একজন অভিজ্ঞ এবং প্রভাবশালী আইনজীবীকে আমাদের প্ল্যাটফর্মে পেয়ে আমরা সম্মানিত। কাজল স্যার কেবল একজন বক্তা হিসেবে নয়, বরং একজন পথপ্রদর্শক হিসেবে শিক্ষার্থীদের মনে অনুপ্রেরণা জাগিয়েছেন। এটা ছিল আমাদের জন্য একটি অসাধারণ মুহূর্ত।”
সেমিনার শেষে শিক্ষার্থীরা জানান, এটি শুধুমাত্র একটি বক্তৃতা ছিল না, বরং একটি বাস্তবজীবনের অভিজ্ঞতা যেখানে তারা নিজেদের ক্যারিয়ার যাত্রার জন্য বাস্তবিক ও কার্যকর দিকনির্দেশনা পেয়েছেন।
De Jure Academy বিগত কয়েক বছর যাবত বার কাউন্সিল, বিজেএস ও অন্যান্য আইন সংক্রান্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য শিক্ষার্থীদের একাডেমিক সহায়তা, মানসম্পন্ন কোর্স এবং পরিপূর্ণ গাইডলাইন সরবরাহ করে আসছে। এই সেমিনার সেই ধারাবাহিকতায় আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক।