হাইকোর্ট পারমিশনের লিখিত পরীক্ষা সংগ্রহ করা যাবে অনলাইনে
বার কাউন্সিল ও আইনজীবী

হাইকোর্ট পারমিশন : ৩য় পরীক্ষক ও রিভিউ উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা ২৮ ও ২৯ মে

বাংলাদেশ বার কাউন্সিল এক বিশেষ জরুরি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, হাইকোর্ট পারমিশন পরীক্ষায় ৩য় পরীক্ষকের মূল্যায়নে এবং লিখিত পরীক্ষার রিভিউর মাধ্যমে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ২৮ ও ২৯ মে তারিখে অনুষ্ঠিত হবে।

আজ সোমবার (১৯ মে) বাংলাদেশ বার কাউন্সিলের সচিব জেলা ও দায়রা জজ মোঃ কামাল হোসেন শিকদার সইকৃত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ ১৯ মে থেকে ২৩ মে পর্যন্ত প্রার্থীদের নিজ নিজ H ও H1 ফরম অনলাইনে (http://bar.teletalk.com.bd অথবা www.barcouncil.gov.bd) থেকে ডাউনলোড করতে হবে। ডাউনলোডের পর লিগ্যাল সাইজ কার্টিজ পেপারে রঙিন লেজার প্রিন্ট করে নিতে হবে এবং ২৫ মে তারিখের মধ্যে সকাল ১০টা থেকে বিকাল ৪টার মধ্যে বার কাউন্সিল অফিসে জমা দিতে হবে।

প্রয়োজনীয় সংযুক্তি ও নির্দেশনা

প্রার্থীদের ফরমের সঙ্গে নিম্নলিখিত নথিপত্রের সত্যায়িত অনুলিপি সংযুক্ত করা আবশ্যক:

১. অনলাইন অ্যাপ্লিক্যান্ট কপি।
২. বার কাউন্সিল প্রদত্ত রেজিস্ট্রেশন কার্ড।
৩. এসএসসি থেকে মাস্টার্স / এলএলএম / বার এট ল পর্যায়ের সকল শিক্ষাগত সনদ ও নম্বরপত্র।
৪. প্রার্থী ও সিনিয়র অ্যাডভোকেট কর্তৃক স্বাক্ষরিত কেইস লিস্ট।
৫. বার সমিতির সদস্যপদের সনদ।
৬. নিজ সিনিয়রের প্রদত্ত জুনিয়রশীপ সনদ।
৭. সর্বশেষ বার পেমেন্ট ক্লিয়ারেন্স গ্রীন বুকের অনুলিপি।
৮. এনরোলমেন্ট বা প্রভিশনাল সনদ।
৯. বিদেশি ডিগ্রির ক্ষেত্রে ইকুইভ্যালেন্সি সনদ (যদি থাকে)।
১০. ৩ কপি সত্যায়িত ছবি (অনলাইন ফরমের অনুরূপ)।

রি-অ্যাপিয়ার্ড প্রার্থীদের জন্য নির্দেশনা

বিগত ৪ মার্চ ২০২৩ সালের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন কিন্তু তৎপরবর্তী মৌখিক পরীক্ষায় অংশ নিতে না পারা বা অনুত্তীর্ণ প্রার্থীরা যারা চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত মৌখিক পরীক্ষায় রি-অ্যাপিয়ার্ড প্রার্থী হিসেবে অংশগ্রহণ করতে পারননি তারা  ২৩ মে ২০২৫ তারিখের মধ্যে অনলাইনে “রি-অ্যাপিয়ার্ড ভাইভা ফরম” পূরণ করে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে ২,১৬০/- টাকা ফি প্রদান করে আগামী মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন। ফরম ডাউনলোড করে যথাস্থানে স্বাক্ষরপূর্বক অন্যান্য নথিপত্রসহ ২৫ মে’র মধ্যে বার কাউন্সিলে জমা দিতে হবে।

উল্লেখযোগ্য তথ্য:

  • H ও H1 ফরম ডাউনলোড করা যাবে ২৩ মে রাত ১১:৫৯ পর্যন্ত।

  • হার্ড কপি ফরম ও সকল সংযুক্তি সহ জমা দেওয়ার শেষ সময় ২৫ মে ২০২৫, বিকাল ৪টা

  • মৌখিক পরীক্ষার সময়সূচি ও স্থান শিগগিরই বার কাউন্সিল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

  • প্রার্থীদের জন্য কোনো অতিরিক্ত ফি দিতে হবে না, শুধুমাত্র রি-অ্যাপিয়ার্ড প্রার্থীদের জন্য প্রযোজ্য।