থার্টিফার্স্ট নাইট উপলক্ষে ডিএমপির ১২ নির্দেশনা
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)

আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করলে তা কোনভাবেই বরদাশত করা হবে না : ডিএমপি

রাজধানীর ধানমন্ডি ৪ নম্বর সড়কে গভীর রাতে একদল ব্যক্তির জোরপূর্বক বাড়িতে প্রবেশের চেষ্টার ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছে, ভবিষ্যতে কেউ আইন নিজের হাতে তুলে নিয়ে কোন নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করলে তা কোনভাবেই বরদাশত করা হবেনা।

ডিএমপি সূত্রে জানা গেছে, গতকাল সোমবার (১৯ মে) দিবাগত রাত অনুমান ১২টা ৩০ মিনিটে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ধানমন্ডি থানার একটি টিম ঘটনাস্থলে পৌঁছায়। অভিযোগ ছিল, কয়েকজন ব্যক্তি একটি বাড়ির গেট ভেঙে জোর করে ঢোকার চেষ্টা করছে।

পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে অবস্থানরত ১৫ থেকে ২০ জন ব্যক্তি উত্তেজিত হয়ে পড়ে এবং এক পর্যায়ে মোঃ গোলাম মোস্তফা নামে একজনকে গ্রেপ্তারের জন্য পুলিশের ওপর চাপ সৃষ্টি করে।

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তিনজনকে ঘটনাস্থল থেকে আটক করে থানায় নিয়ে যায়। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর, আটককৃতদের কাছ থেকে ভবিষ্যতে এমন কর্মকাণ্ডে জড়িত না হওয়ার মুচলেকা নিয়ে বিকেল ৩টা ৩০ মিনিটে তাদের ছেড়ে দেওয়া হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এক বিবৃতিতে জানিয়েছে, “আইন নিজের হাতে তুলে নেওয়া থেকে সবাইকে বিরত থাকার অনুরোধ জানানো হচ্ছে। পুলিশকে আইন অনুযায়ী দায়িত্ব পালনে সহযোগিতা করুন। উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাউকে হয়রানি করা বা আইন লঙ্ঘনের মাধ্যমে ব্যক্তিস্বার্থ হাসিলের চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

এছাড়া কেউ যদি এ ধরনের অনিয়ম বা নৈরাজ্য প্রত্যক্ষ করেন, তাহলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ অথবা নিকটস্থ থানায় তাৎক্ষণিকভাবে জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।