‘বিজয়-৭১’ ভবন নিয়ে অসন্তোষ: প্রধান বিচারপতির কাছে সাড়ে ৩শ' আইনজীবীর আবেদন

বিজয়-৭১ ভবনের কোর্ট সরছে, আইনজীবীদের দীর্ঘদিনের দাবি পূরণ

সুপ্রিম কোর্ট প্রশাসনের এক জরুরি বৈঠকে বিজয়-৭১ ভবনের একাধিক কোর্ট বেঞ্চ স্থানান্তরের চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার এ তথ্য নিশ্চিত করেছেন।

গতকাল বুধবার (২১ মে) অনুষ্ঠিত এ বৈঠকে জানানো হয়, বিজয়-৭১ ভবনের অন্তর্গত আনুমানিক ১৪ থেকে ১৫টি মোশন ও অন্যান্য বেঞ্চ ঈদুল আজহার ছুটির পর মূল সুপ্রিম কোর্ট ভবন ও এনেক্স ভবনে স্থানান্তর করা হবে।

সংশ্লিষ্ট আদালতগুলোর বিচারকার্য যেন আরো কার্যকর ও নির্বিঘ্ন হয়, সে লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (ভারপ্রাপ্ত) সম্পাদক ও সিনিয়র অ্যাডভোকেট মোঃ মাহফুজুর রহমান (মিলন) এক বিবৃতিতে বলেন, “বিজয়-৭১ ভবনের এজলাস সমূহ স্থানান্তরের জন্য যে সকল বিজ্ঞ সদস্য বিভিন্নভাবে পরামর্শ ও সহযোগিতা করেছেন, তাদের প্রতি আমরা আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।”

আইনজীবীদের দীর্ঘদিনের দাবি এবং কাঙ্ক্ষিত পরিবেশে বিচারপ্রার্থীদের সেবা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। প্রশাসনের পক্ষ থেকেও বলা হয়েছে, স্থানান্তরের প্রক্রিয়া অত্যন্ত পরিকল্পিতভাবে বাস্তবায়িত হবে।

উল্লেখ্য, সম্প্রতি বিজয়-৭১ ভবনের অবকাঠামোগত সমস্যা, নিরাপত্তা ও কার্যক্রমের সমন্বয়জনিত বিভিন্ন ইস্যু নিয়ে আইনজীবীদের মাঝে অসন্তোষ দেখা দেয়। এসব বিবেচনায় নিয়েই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ স্থানান্তরের সিদ্ধান্ত গ্রহণ করে।