চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় দীর্ঘদিন ধরে চলা একটি দেওয়ানী মোকদ্দমার ভূমি বিরোধ মীমাংসা করেছেন সিনিয়র সহকারী জজ মোঃ আবদুল আলীম। শুক্রবার (২৩ মে) তিনি সরেজমিনে গিয়ে মামলাটি তাৎক্ষণিকভাবে আপোষে নিষ্পত্তি করেন।
ঘটনাটি ঘটে হাজীগঞ্জ উপজেলার ৭ নম্বর পশ্চিম বড়কুল ইউনিয়নের নাটেহরা গ্রামে। সেখানে মামলার বাদী ও বিবাদী উভয়পক্ষ, তাদের আইনজীবী, আদালতের পেশকার, পুলিশ সদস্য, সার্ভেয়ার এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিচারক সকলের উপস্থিতিতে উভয়পক্ষের সম্মতি ও আগ্রহে বহু বছরের পুরোনো ভূমি বিরোধের আপোষ মীমাংসা করে দেন এবং বিরোধপূর্ণ জমির সীমানা স্থায়ীভাবে নির্ধারণ করে দেন।
বিচারকের এই পদক্ষেপে বাদী ও বিবাদী উভয়েই সন্তোষ প্রকাশ করেন এবং আবেগঘন পরিবেশে একে অপরকে জড়িয়ে ধরেন। তারা ভবিষ্যতে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার অঙ্গীকার করেন।
স্থানীয় লোকজন আদালতের এই উদাহরণযোগ্য পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, “এ ধরনের উদ্যোগে বিচারপ্রার্থীরা স্বল্প সময়ে ও খরচে দোরগোড়ায় ন্যায়বিচার পাচ্ছেন।”
জানা যায়, কিছুদিন আগে বাদী আদালতে একটি আবেদন করেন যাতে দেওয়ানী কার্যবিধি ১৯০৮-এর অর্ডার ১৮, রুল ১৮ এবং বিকল্প বিরোধ নিষ্পত্তি (ADR) বিধানের আওতায় মামলার নালিশা জমিতে সরেজমিন পরিদর্শন করে তাৎক্ষণিক মীমাংসার অনুমতি চাওয়া হয়। শুনানিকালে বিবাদীপক্ষ এতে অনাপত্তি জানায়।
পরবর্তীতে আদালত উভয়পক্ষের বক্তব্য শুনে সরেজমিন পরিদর্শনের সিদ্ধান্ত গ্রহণ করেন এবং সেই অনুযায়ী শুক্রবার সরেজমিনে গিয়ে বিরোধপূর্ণ জমির স্থায়ী মীমাংসা করেন।
উক্ত পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাদী মোঃ শফিকুর রহমান, বিবাদী মোঃ মমিনুল হক তালুকদার, অ্যাডভোকেট মোঃ নূরুল হক, অ্যাডভোকেট মোঃ আলমগীর হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।