ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নবনির্বাচিত মেয়র হিসেবে শপথ গ্রহণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
আজ রোববার (২৫ মে) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিটটি দায়ের করেন তার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
এর আগে গত বৃহস্পতিবার (২২ মে) হাইকোর্ট বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা আরেকটি রিট সরাসরি খারিজ করে দেন।
এ সময় আদালতে ইশরাকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান এবং অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান মিলন।
আদালত রায়ে বলেন, রিট আবেদনটি শুনানির জন্য গ্রহণযোগ্য নয়। এর ফলে ইশরাক হোসেনের শপথ গ্রহণে কোনো আইনি বাধা নেই বলে জানান আইনজীবীরা।
হাইকোর্টের রায়ের বিষয়টি নিয়ে ইশরাকের আইনজীবীরা জানান, আদালতের রায়ের পর সরকারের উচিত দ্রুত তার শপথের ব্যবস্থা করা।
ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “হাইকোর্টের আদেশের পরও শপথ গ্রহণে বিলম্ব হলে তা আদালত অবমাননার শামিল হবে।”
এর আগে গত ১৪ মে ঢাকার বাসিন্দা মো. মামুনুর রশিদ হাইকোর্টে একটি রিট দায়ের করেন, যাতে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চাওয়া হয়।
পাশাপাশি ইশরাককে মেয়র ঘোষণা করায় সংশ্লিষ্ট ট্রাইব্যুনাল বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার অনুরোধও জানানো হয়। রিটে মামুনুর রশিদের পক্ষে আইনজীবী ছিলেন কাজী আকবর আলী।
প্রসঙ্গত, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস বিএনপির ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে প্রায় পৌনে দুই লাখ ভোটের ব্যবধানে পরাজিত করে মেয়র নির্বাচিত হন।
তবে গত ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম এক রায়ে ওই নির্বাচনের ফলাফল বাতিল করে ইশরাক হোসেনকে বৈধ মেয়র ঘোষণা করেন।
পরে নির্বাচন কমিশন রায়ের অনুলিপি পাওয়ার পর ২২ এপ্রিল আইন মন্ত্রণালয়ের পরামর্শ নেয় এবং ২৭ এপ্রিল ইশরাক হোসেনকে ডিএসসিসির নতুন মেয়র হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ করে।