প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান বিচারপতির বৈঠক

প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান বিচারপতির বৈঠক

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে জরুরি বৈঠক করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

রোববার (২৫ মে) বিকালে রাজধানীর যমুনায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দেশের চলমান রাজনৈতিক ও বিচারব্যবস্থার সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বলে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

প্রধান বিচারপতির এ বৈঠককে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন তৈরি হয়েছে, বিশেষ করে যখন দেশের ভবিষ্যৎ গণতান্ত্রিক রূপরেখা ও রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।

প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক নেতাদের বৈঠক আজ

একইদিন বিকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা একাধিক রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে দুই দফায় বৈঠকে বসছেন।

প্রথম দফার বৈঠক শুরু হবে বিকাল ৫টায়। এতে অংশ নিচ্ছেন: অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ (বীর বিক্রম), মাহমুদুর রহমান মান্না, সাইফুল হক, জুনায়েদ সাকী, হাসনাত কাইয়ুম, মুজিবর রহমান মঞ্জু, মুজাহিদুল ইসলাম সেলিম, খালেকুজ্জামান ভূঁইয়া, টিপু বিশ্বাস, শেখ রফিকুল ইসলাম বাবলু এবং শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।

দ্বিতীয় দফার বৈঠক শুরু হবে সন্ধ্যা ৬টায়। এতে অংশ নেবেন: মাওলানা সাদিকুর রহমান, মাওলানা রেজাউল করিম, মাওলানা মামুনুল হক, মাওলানা আহমেদ আব্দুল কাদের, মাওলানা আজিজুল হক ইসলামাবাদি, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, নুরুল হক নূর, মাওলানা মুসা বিন ইজহার এবং মুফতি মাওলানা শাখাওয়াত হোসাইন রাযি।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, বর্তমান রাজনৈতিক সংকট নিরসন ও শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ ফিরিয়ে আনতেই এসব বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে।