বাংলাদেশ বার কাউন্সিলের ২০২৫ সালের অ্যাডভোকেট তালিকাভুক্তির লিখিত পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের জন্য অনলাইন প্রোফাইল সাবমিট ও ফরম পূরণের সময়সীমা নির্ধারণ করা হয়েছে আগামী ১ জুন, ২০২৫ পর্যন্ত।
রোববার (২৫ মে) এক স্মারকে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ বার কাউন্সিল।
এতে বলা হয়, আগের বিজ্ঞপ্তির (স্মারক নং-বিবিসি/এনরোল/২০২৫/৯৩১, তারিখঃ ১৫-০৫-২০২৫) ধারাবাহিকতায় আগামী ২৮ জুন অনুষ্ঠিতব্য লিখিত পরীক্ষার জন্য অনলাইন আবেদন গ্রহণ চলমান রয়েছে।
অনলাইন আবেদন ও প্রোফাইল সাবমিট কার্যক্রম চলবে ১ জুন ২০২৫, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। নির্ধারিত ওয়েবসাইট http://bar.teletalk.com.bd-এ প্রবেশ করে প্রার্থীরা আবেদন সম্পন্ন করতে পারবেন।
নোটিশে বার কাউন্সিল জানিয়েছে, নির্ধারিত সময়সীমার পর আর কোনো আবেদন, প্রোফাইল সাবমিট বা ফরম পূরণের সুযোগ থাকবে না।
এই সময়সীমা অতিবাহিত হলে অনলাইন আবেদন প্রক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে এবং পরবর্তীতে কোনো ধরনের আবেদন, অনুরোধ, নিবেদন বা দরখাস্ত গ্রহণযোগ্য হবে না।
সব উপযুক্ত ও আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে বার কাউন্সিল।