দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা এক মামলায় আদালতে হাজিরা দিতে এসে আদালতের হাজতখানার টয়লেটে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
আজ সোমবার (২৬ মে) সকালে ঢাকার একটি আদালতের হাজতখানায় এ ঘটনা ঘটে।
জানা যায়, হাজতখানার টয়লেটে হঠাৎ পা পিছলে পড়ে যান অ্যাডভোকেট কামরুল ইসলাম। এ সময় তার মাথায় আঘাত লাগে এবং রক্তপাত হয়। তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা শেষে হাজতখানার পুলিশের সহায়তায় তাকে প্রিজনভ্যানে করে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের চিকিৎসাকেন্দ্রে পাঠানো হয়।
এ বিষয়ে অ্যাডভোকেট কামরুল ইসলামের আইনজীবী অ্যাডভোকেট নাসিম মাহমুদ সাংবাদিকদের জানান, “সাবেক মন্ত্রী কয়েকদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতা রয়েছে তার। এমন অবস্থায় এ ধরনের দুর্ঘটনা খুবই দুঃখজনক।”
এদিকে, সোমবার মামলার অভিযোগ গঠনের জন্য দিন ধার্য থাকলেও দুদকের পক্ষ থেকে এদিন কোনো প্রতিবেদন দাখিল করা হয়নি।
উল্লেখ্য, সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের বিরুদ্ধে দুদকের দায়ের করা মামলাটি বর্তমানে বিচারাধীন।