কেউ জমি দখলে ব্যস্ত, কেউ ব্যস্ত পদ-পদবি দখলে: অ্যাটর্নি জেনারেল
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান

ঝিনাইদহ‑১ আসনে বিএনপির মনোনয়ন পেলেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান

ঝিনাইদহ‑১ (শৈলকুপা) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানকে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর  আগে ঝিনাইদহ‑১ (শৈলকুপা) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করেন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে তাঁর পক্ষে উপজেলা বিএনপি নেতারা আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র গ্রহণ করেন।

মনোনয়নপত্র সংগৃহীত হওয়ার সময় দলের স্থানীয় নেতা‑কর্মীরা উপস্থিত ছিলেন এবং ভোটার সিডির চালানের কপিও গ্রহণ করা হয়। যাতে বিএনপি নেতা আবুল হোসেন, উপদেষ্টা আব্দুল বারি মোল্লা, সহ‑সভাপতি খলিলুর রহমান, জেলা বিএনপি সহসভাপতি নজরুল জোয়ার্দ্দার, রাকিবুল ইসলাম দিপু ও উপজেলা ও পৌর বিএনপি সংগঠনের নেতৃবৃন্দ ছিলেন।

আসাদুজ্জামান বর্তমানে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল, অর্থাৎ রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি একজন সিনিয়র আইনজীবী এবং সর্বোচ্চ আদালতের অভিজ্ঞ আইনজীবী হিসেবেও পরিচিত। গত বছর (অগাস্ট ৮, ২০২৪) তিনি রাষ্ট্রপতির আদেশে অ্যাটর্নি জেনারেলের পদে নিয়োগ পান।

আগামী জাতীয় নির্বাচনে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)‑এর ধানের শীষ প্রতীকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। মনোনয়ন নেওয়ার আগে তিনি ঘোষণা করেছেন যে, তিনি তাঁর বর্তমান সরকারি দায়িত্ব থেকে পদত্যাগ করবেন এবং এরপর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এই আসনটি ঝিনাইদহ জেলায় অবস্থিত এবং শৈলকূপা উপজেলা ও তার পার্শ্ববর্তী এলাকার ভোটারদের জন্য গুরুত্বপূর্ণ সাংসদীয় আসন হিসেবে বিবেচিত হচ্ছে। আসাদুজ্জামানের মনোনয়ন পদ্ধতি অনুযায়ী তিনি দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন এবং এখন নির্বাচন কমিশনের নির্ধারিত সময়ের ভেতর প্রতীক বরাদ্দ ও প্রার্থী হিসেবে চূড়ান্ত রেজিস্ট্রেশন করাবেন।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আসাদুজ্জামান জানিয়েছেন যে, তিনি উন্নয়ন ও জনকল্যাণের কাজ করতে এবং অঞ্চলে নিরাপদ, শান্তি ও সমৃদ্ধ পরিবেশ সৃষ্টি করতে নির্বাচনি মাঠে নামছেন।