ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সুনামগঞ্জ-০৫ (ছাতক ও দোয়ারাবাজার উপজেলা) আসনে বিএনপি দলীয় প্রার্থী কলিম উদ্দিন আহমদ মিলনের বিরুদ্ধে নির্বাচনি আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে স্ব-উদ্যোগে অনুসন্ধান শুরু করেছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অধীনে গঠিত নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি, সুনামগঞ্জ-০৫ এর কার্যালয় সূত্রে জানা যায়, ‘ছাতক প্রতিদিন/ Chhatak Protidin’ নামীয় একটি অনলাইন গণমাধ্যম ঘরানার ফেসবুক অ্যাকাউন্টে গত ২৭ ডিসেম্বর প্রকাশিত ৫০ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপকে কেন্দ্র করে এ অনুসন্ধান কার্যক্রম শুরু হয়। ভিডিওটির URL হিসেবে https://www.facebook.com/share/v/1GzKAqXEE4/ লিংকটি আদেশে উল্লেখ করা হয়েছে।
ভিডিও ক্লিপটিতে দেখা যায়, সুনামগঞ্জ-০৫ আসনের বিএনপি প্রার্থী কলিম উদ্দিন আহমদ মিলন উপস্থিত ব্যক্তিদের কাছে ধানের শীষ প্রতীক বিষয়ে সবাই একমত কিনা তা জানতে চান এবং পরবর্তীতে সেখানে ধানের শীষের স্লোগান দেওয়া হয়। ভিডিওটির শিরোনামে উল্লেখ করা হয়, ছাতক পৌর বিএনপি নেতৃবৃন্দ ও ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে অভিযুক্ত প্রার্থী মতবিনিময় করেছেন।
নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি ভিডিও ক্লিপটি বিশ্লেষণ করে স্ব-উদ্যোগে অনুসন্ধান পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করে এবং বিষয়টি নির্বাচনি অভিযোগ নং-০১/২০২৫ হিসেবে রেজিস্ট্রিভুক্ত করার আদেশ দেয়।
আরও পড়ুন : বুধবার মানিক মিয়া এভিনিউয়ে খালেদা জিয়ার জানাজা হতে পারে
আদেশে উল্লেখ করা হয়, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর ২(খ) বিধি অনুযায়ী ‘জনসংযোগ’ বলতে প্রার্থী কর্তৃক সংশ্লিষ্ট নির্বাচনি এলাকার ভোটারদের সঙ্গে যোগাযোগ, সাক্ষাৎ বা পরিচিত হওয়াকে বোঝায়। আদেশে আরও বলা হয়, ভিডিওতে উপস্থিত ব্যবসায়ী নেতৃবৃন্দ অভিযুক্ত প্রার্থীর দলীয় কর্মী নন, বরং তারা সাধারণ ভোটার হিসেবে প্রতীয়মান হন। ফলে তাদের সঙ্গে মতবিনিময় সভা আয়োজনকে জনসংযোগ হিসেবে গণ্য করতে হবে।
এ প্রেক্ষিতে কমিটির মত অনুযায়ী, অভিযুক্ত প্রার্থী মতবিনিময় সভার নামে জনসংযোগ করেছেন, যা আচরণ বিধিমালা, ২০২৫-এর ৪ ও ১৮ বিধির লঙ্ঘন। আদেশে স্পষ্টভাবে উল্লেখ করা হয়, ১৮ বিধি মোতাবেক আগামী ২২ জানুয়ারি ২০২৬-এর আগে কোনো প্রার্থীর নির্বাচনি প্রচারণা চালানোর আইনগত সুযোগ নেই।
এ অবস্থায় বিএনপি প্রার্থী কলিম উদ্দিন আহমদ মিলনকে আগামী ০৫ জানুয়ারি ২০২৬ তারিখ সকাল ১১টা ৩০ মিনিটে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে স্থাপিত নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যালয়ে উপস্থিত হয়ে নির্বাচন কমিশন বরাবর তার বিরুদ্ধে কেন বিধি অনুযায়ী আইনি ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে না, সে বিষয়ে লিখিত ও মৌখিকভাবে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। আদেশে বলা হয়, নির্ধারিত সময়ে উপস্থিত হতে ব্যর্থ হলে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।
একই দিনে ‘ছাতক প্রতিদিন/ Chhatak Protidin’ নামীয় অনলাইন অ্যাকাউন্টের স্বত্বাধিকারীকেও কমিটির সামনে উপস্থিত হওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।
আদেশে আরও উল্লেখ করা হয়, আদেশের অনুলিপি অভিযুক্ত প্রার্থী, ‘ছাতক প্রতিদিন/ Chhatak Protidin’ অ্যাকাউন্টের স্বত্বাধিকারী, জেলা নির্বাচন কর্মকর্তা সুনামগঞ্জ এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা, ছাতক থানা বরাবর প্রেরণ করতে হবে। পাশাপাশি ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অভিযুক্ত প্রার্থী ও সংশ্লিষ্ট অনলাইন অ্যাকাউন্টের স্বত্বাধিকারীর বর্তমান ঠিকানায় আদেশ জারিপূর্বক জারিকৃত কপি আগামী ০৪ জানুয়ারি ২০২৬ তারিখের মধ্যে কমিটির কার্যালয়ে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

