বিচার বিভাগের পৃথক সচিবালয় হচ্ছে, স্থায়ী অ্যাটর্নি সার্ভিস চালুর উদ্যোগ
সুপ্রিম কোর্ট

বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে যৌন হয়রানি প্রতিরোধ বিষয়ে পৃথক প্রশিক্ষণ সেশন অন্তর্ভুক্তের নির্দেশ সুপ্রিম কোর্টের

অধস্তন আদালতের বিচারকদের মধ্যে যৌন হয়রানি প্রতিরোধ বিষয়ে সচেতনতা বাড়াতে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রশিক্ষণ কর্মসূচিতে বিশেষ সেশন অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

এ বিষয়ে বাংলাদেশ সুপ্রীম কোর্ট আপিল বিভাগ থেকে স্মারক নং–১৫৯২/২০২৫ এসসি (এডি) জারি করা হয়েছে। স্মারকটি জারি করা হয় সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫ (১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ)। স্মারকটিতে সুপ্রিম কোর্টে যৌন হয়রানি সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও অনুসন্ধান কমিটির সদস্য ও রেজিস্ট্রার মুহাঃ হাসানুজ্জামানের স্বাক্ষর রয়েছে।

স্মারকে বলা হয়, বাংলাদেশের প্রধান বিচারপতির অনুমোদনক্রমে সুপ্রিম কোর্টে যৌন হয়রানি সংক্রান্ত অভিযোগ গ্রহণ, অনুসন্ধান ও সুপারিশ প্রদান কমিটির গত ২৬ নভেম্বর ২০২৫ অনুষ্ঠিত চতুর্থ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সিদ্ধান্ত হয়, অধস্তন আদালতের বিচারকদের মধ্যে যৌন হয়রানি প্রতিরোধ সংক্রান্ত আইনগত নির্দেশনা ও দায়িত্ব সম্পর্কে সুস্পষ্ট ধারণা দিতে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রতিটি প্রশিক্ষণ ব্যাচের পাঠ্যসূচিতে একটি পৃথক সচেতনতামূলক সেশন অন্তর্ভুক্ত করা হবে।

এই সেশনে হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং ৫৯১৬/২০০৮ মামলায় ১৪ মে ২০০৯ তারিখে প্রদত্ত ঐতিহাসিক রায়ের ওপর আলোচনা করা হবে। সেশনের সময়কাল এক ঘণ্টা থেকে দেড় ঘণ্টা নির্ধারণের প্রয়োজনীয়তার কথা স্মারকে উল্লেখ করা হয়েছে।

স্মারকে আরও বলা হয়, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের চলমান ও ভবিষ্যৎ সকল প্রশিক্ষণ কোর্সের পাঠ্যসূচিতে এ সচেতনতামূলক সেশন বাধ্যতামূলকভাবে অন্তর্ভুক্ত করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।

এই নির্দেশনা বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট বাংলাদেশের পরিচালক (প্রশিক্ষণ)-এর কাছে প্রেরণ করা হয়েছে।