বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া

খালেদা জিয়ার মৃত্যুতে সুপ্রিম কোর্টে সাধারণ ছুটি, প্রধান বিচারপতি ও জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের শোক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজ বুধবার (৩১ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের উভয় বিভাগে এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে এদিন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৩০ ডিসেম্বরের স্মারক অনুযায়ী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার নির্বাহী আদেশে এক দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে।

এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশের প্রধান বিচারপতির অনুমোদনক্রমে ৩১ ডিসেম্বর বুধবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হলো।

এর আগে, দেশের দীর্ঘকালীন রাজনীতির অন্যতম প্রধান ব্যক্তিত্ব ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে। সরকারের পক্ষ থেকে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বুধবার সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

প্রধান বিচারপতির শোক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

মঙ্গলবার রাত ৮টার দিকে সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলামের পাঠানো এক শোকবার্তায় জানানো হয়, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীসহ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের সকল বিচারপতি মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।

শোকবার্তায় প্রধান বিচারপতি মরহুম বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং মহান রাব্বুল আলামিনের কাছে তাকে জান্নাতের সর্বোচ্চ মাকামে আসীন করার জন্য দোয়া করেন।

জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের শোক

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক শোকবার্তায় সংগঠনটির সভাপতি মোহাম্মদ আলী হোসাইন এবং মহাসচিব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান গভীর শোক প্রকাশ করেন।

শোকবার্তায় বলা হয়, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন গভীর শোক ও দুঃখের সঙ্গে জানাচ্ছে যে, বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী বেগম খালেদা জিয়া মঙ্গলবার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

ইউরোপীয় পার্লামেন্টে প্রস্তাব দেশের বিচার ব্যবস্থার ওপর হস্তক্ষেপের চেষ্টা: বিজেএসএ
বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন (লোগো)

শোকবার্তায় আরো বলা হয়, তার মৃত্যুতে দেশ একজন অসামান্য রাজনৈতিক ব্যক্তিত্বকে হারালো, যা জাতীয় জীবনে এক অপূরণীয় ক্ষতি। আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া তার দীর্ঘ রাজনৈতিক জীবনে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতান্ত্রিক মূল্যবোধ ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

ন্যায়বিচার ও ইনসাফ প্রতিষ্ঠায় তার অদম্য ইচ্ছাশক্তি এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন বিচার বিভাগসহ গোটা জাতিকে অনুপ্রাণিত করেছে বলেও শোকবার্তায় উল্লেখ করা হয়।

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ মরহুমার মৃত্যুতে গভীরভাবে শোকাহত। শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।