একাত্তরে মুক্তিযুদ্ধে বিজয়ের মাত্র দুইদিন আগে পাকবাহিনীর পৈচাশিক নির্মমতার শিকার হয়ে প্রাণ গেছে জাতির বিবেকবান শত শত মেধাবী সন্তানদের। ১৯৭১ সালের আজকের দিনে অর্থাৎ ১৪ ডিসেম্বর রাতে বাসা থেকে ডেকে নিয়ে হত্যা করা হয় তাদের।
আজ সোমবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির সেসব শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানিয়েছে সরকার সমর্থিত আইনজীবীদের সংগঠন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ।
সংগঠনের সদস্য সচিব ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ও সাবেক সংসদ সদস্য সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের নেতৃত্বে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে নির্মিত মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সংগঠনের নেতা-কর্মীরা।
উল্লেখ্য, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর রাতে অধ্যাপক, সাংবাদিক, ডাক্তার, শিল্পী, প্রকৌশলী, লেখক, আইনজীবীসহ পূর্ব পাকিস্তানের ২০০ জন বুদ্ধিজীবীদের ঢাকায় একত্রিত করা হয়েছিল। মিরপুর, মোহাম্মদপুর, নাখালপাড়া, রাজারবাগ এবং শহরের বিভিন্ন স্থানের নির্যাতন সেলে চোখ বেঁধে নিয়ে যাওয়া হয়। পরে তাদের রায়েরবাজার এবং মিরপুরের মধ্যে সার্বজনীনভাবে নির্মম মৃত্যুদন্ড কার্যকর করা হয়।