সুষ্ঠুভাবে সমাজ ও রাষ্ট্র পরিচালনা নিশ্চিত করতে দেশে দেশে করা হয়ে থাকে নানা আইন ও বিধি। যে কোনো দেশ প্রয়োজন সাপেক্ষে ইচ্ছানুযায়ী আইন প্রণয়ন ও বাস্তবায়ন করতে পারে।
তবে প্রয়োজন পূরণের তাগিদে কোনো কোনো দেশ আবার জন্ম দিয়েছে ভিন্নধর্মী ও অদ্ভুত কিছু আইন। উদাহরণস্বরূপ, পৃথিবীতে এমন একটি দেশ আছে যেখানে স্ত্রীর জন্মদিন ভুলে গেলে স্বামীকে জেলে যেতে হতে পারে।
প্রশান্ত মহাসাগরের হাওয়াই ও নিউজিল্যান্ডের মাঝে ছোট্ট দ্বীপদেশ সামোয়া। অপূর্ব সুন্দর এই দেশে রয়েছে কঠোর এই নিয়ম। সামোয়ায় স্ত্রীর জন্মদিন ভুলে যাওয়া আইনত দণ্ডনীয়।
সামোয়ার আইন অনুযায়ী, কোনও স্বামী তাঁর স্ত্রীর জন্মদিন ভুল গেলে তা অপরাধ। স্ত্রী যদি পুলিসে এই নিয়ে অভিযোগ দায়ের করেন, তবে স্বামীকে জেলে যেতে হবে। দিতে হবে ভয়ংকর কিছু প্রশ্নের উত্তর।
তবে এই শাস্তি দিয়ে আসলে তাঁকে সংশোধন করারই চেষ্টা করা হয়। যাতে পরবর্তীতে তিনি আর ওই ভুল না করেন।