চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় বন্য হাতির বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ফসল খাওয়ার অভিযোগে এ জিডি করেছেন নিপুল কুমার সেন নামের স্থানীয় এক বাসিন্দা।
বোয়ালখালী থানায় গত শনিবার (২৭ নভেম্বর) রাতে তিনি জিডিটি করেন। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, জিডি কারী নিপুল কুমার সেন উপজেলার শ্রীপুর-খরন্দীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা গ্রামের বাসিন্দা। উঠানের সামনে একটি টিনের চালার ঘরে ধান সংরক্ষণ করেন তিনি।
জিডিতে তিনি অভিযোগ করেন, কয়েকদিন আগে ওই ঘরে রাখা ফসল বন্য হাতি খেয়ে ফেলে। পরে স্থানীয়রা তাড়া করলে হাতি ঘটনাস্থল ছেড়ে চলে যায়।
বোয়ালখালী থানার ওসি জানান, ‘আমরা তার দাবি তদন্ত করে দেখছি। কারণ বীমা দাবিসহ বিভিন্ন উদ্দেশ্যে জিডি করতে পারে মানুষ।’
এদিকে বিশেজ্ঞরা বলছেন, জঙ্গলে খাদ্য সংকটের কারণে বন্য হাতিরা খাবারের সন্ধানে লোকালয়ে আসছে। বন বিভাগের উচিত হাতির খাদ্য বাড়ানোর জন্য গভীর বনে আরও বেশি করে গাছ, বিশেষ করে দেশীয় গাছপালা রোপণ করা।