স্থানীয় আইন দ্বারা নিষিদ্ধ কন্টেন্ট তাদের প্ল্যাটফর্ম থেকে মুছে ফেলতে ব্যর্থ হওয়ায় টেক জায়ান্ট গুগল এবং ফেসবুকের প্যারেন্ট কোম্পানি মেটাকে জরিমানা করা হয়েছে। এর মধ্যে গুগল কে প্রায় ১০০ মিলিয়ন ডলার এবং মেটাকে ২৭ মিলিয়ন ডলার জরিমানা করা হয়।
রাশিয়ার রাজধানী মস্কোর একটি আদালত শুক্রবার (২৪ ডিসেম্বর) এ জরিমানা করেন। রাশিয়ায় প্রথম রাজস্ব ভিত্তিক জরিমানা এটি। এর মাধ্যমে টেক জায়ান্টদের ওপর রাশিয়ার চাপ বাড়ানো অব্যাহত থাকছে।
রাশিয়ার যোগাযোগ কর্মকর্তা রোসকোমনাডজোর বলেছেন, রাশিয়ার আইন লঙ্ঘন করে এমন দুই হাজার তথ্য মুছে ফেলতে ব্যর্থ হয়েছে ফেসবুক এবং ইনস্টাগ্রাম। অন্যদিকে গুগল ২৬০০ নিষিদ্ধ কনটেন্ট সামগ্রী রেখে চলেছে।
রাশিয়া চলতি বছরে বিদেশী প্রযুক্তি কোম্পানিগুলোর উপর জরিমানা আরোপ করেছে। মস্কো এই বছর একটি প্রচারাভিযানে বড় প্রযুক্তির উপর চাপ বাড়িয়েছে। আর এই চাপকে সমালোচকরা রাশিয়ান কর্তৃপক্ষের ইন্টারনেটের উপর কঠোর নিয়ন্ত্রণ প্রয়োগের একটি প্রচেষ্টা হিসাবে চিহ্নিত করেছে। তাদের মতে, এটি ব্যক্তি এবং কর্পোরেট স্বাধীনতাকে হুমকির মুখে ফেলেছে।
সূত্র: রয়র্টাস