বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা ড. কামাল হোসেন, ব্যারিস্টার এম আমীর উল ইসলামসহ জ্যেষ্ঠ আইনজীবীদের সুপ্রিম কোর্টের প্রকাশনা তুলে দিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।
সাবেক ও বর্তমান অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক ও বর্তমান সভাপতি-সম্পাদকদের সঙ্গে এক মতবিনিময় শেষে বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকেলে তাদেরকে প্রকাশনা তুলে দেওয়া হয়।
তাদের হাতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের ৫০ বছরের পথচলা, লিটারেচার অ্যান্ড লিগ্যাসি: বাংলাদেশ সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্ট থেকে প্রকাশিত ৭২ সালের হাতে লেখা সংবিধান উপহার হিসেবে তুলে দেওয়া হয়।
সুপ্রিম কোর্টের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী, বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম।
এছাড়া সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ব্যারিস্টার মঈনুল হোসেন, সাবেক অ্যাটর্নি জেনারেল সিনিয়র অ্যাডভোকেট এএফ হাসান আরিফ, সাবেক অ্যাটর্নি জেনারেল সিনিয়র অ্যাডভোকেট ফিদা এম কামাল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ হোসেন হুমায়ুন, অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন উপস্থিত ছিলেন।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি সিনিয়র অ্যাডভোকেট মো. মোমতাজ উদ্দিন ফকির, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল সিনিয়র অ্যাডভোকেট এস এম মুনীর, শেখ মোহাম্মদ মোরশেদ ও মোহাম্মদ মেহেদী হাছান চৌধুরী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক মমতাজ উদ্দিন মেহেদী এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক মো. আবদুন নূর দুলালও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।