রাজধানীর রমনা এলাকায় এক আইনজীবীকে হোয়াটসঅ্যাপে হুমকির অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন হোসাইন মোহাম্মদ এরশাদ (৩৪) নামে এক ব্যক্তি। তিনি জানান, অভিযুক্ত ব্যক্তি মোঃ মহসিন দিনু (৪৭) তাকে ভয়ভীতি ও হুমকি প্রদান করেছেন।
জিডি সূত্রে জানা যায়, হোসাইন মোহাম্মদ এরশাদ পেশায় একজন আইনজীবী এবং এসেন্ড গ্রুপের লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি জানান, উক্ত গ্রুপের সাবেক পাবলিক অ্যাফেয়ার্স ডিরেক্টর মোঃ মহসিন দিনু-কে ৮ মে ২০২৫ তারিখে কোম্পানি থেকে অব্যাহতি দেওয়া হয়।
এর পরিপ্রেক্ষিতে গত ১৭ মে বিকাল ৫টা ৪১ মিনিটে রমনা থানাধীন মৌবন সুপার মার্কেটের ৪র্থ তলায় অবস্থানকালে মোঃ মহসিন দিনু তার (এরশাদ) ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নাম্বারে (০১৭১১২০৮৭৩০) একটি হুমকিমূলক বার্তা প্রেরণ করেন।
জিডিতে উল্লেখ করা হয়, অভিযুক্ত মোঃ মহসিন দিনু বলেন, “তাঁর বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হলে তার চরম মূল্য দিতে হবে” এবং এ বিষয়ে যেন কোম্পানিকে কোনো ধরনের সহায়তা না করা হয়—এমন হুমকি প্রদান করা হয়।
ঘটনার পরিপ্রেক্ষিতে হোসাইন মোহাম্মদ এরশাদ ভবিষ্যৎ নিরাপত্তার কথা বিবেচনা করে রমনা থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেন।