বাংলাদেশ সুপ্রিম কোর্টের পরামর্শে দেশের সকল জেলা ও মহানগর পর্যায়ের বিচারকদের উদ্দেশ্যে নবনিযুক্ত প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর অভিভাষণ প্রদান উপলক্ষে একটি আনুষ্ঠানিক কর্মসূচির আয়োজন করা হয়েছে।
আগামী ৩০ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার সকাল ১০টায় বাংলাদেশ সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে এই অভিভাষণ অনুষ্ঠিত হবে।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের প্রশিক্ষণ অধিশাখা থেকে আইন ও বিচার বিভাগের যুগ্মসচিব (প্রশিক্ষণ অধিশাখা) ড. আবুল হাসানাত স্বাক্ষরিত জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে,
এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য দেশের সকল জেলার—
-
জেলা ও দায়রা জজ
-
মহানগর দায়রা জজ
-
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট
-
চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট
—কে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রদান করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিচারকগণ বিধি মোতাবেক টিএ/ডিএ প্রাপ্য হবেন। তবে যারা সরকারি গাড়ি ব্যবহার করে অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন, সে ক্ষেত্রে তারা টিএ (ভ্রমণ ভাতা) পাবেন না।
এই বিষয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচার শাখার স্মারক সূত্রে নির্দেশনা প্রদান করা হয়েছে।

