দেশের সকল জজশীপ ও ম্যাজিস্ট্রেসিতে যৌন হয়রানি সংক্রান্ত অভিযোগ গ্রহণ, অনুসন্ধান ও সুপারিশ প্রদানের জন্য গঠিত কমিটির বর্তমান অবস্থা জানাতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
এ বিষয়ে আপিল বিভাগ থেকে স্মারক নং–১৫৯১/২০২৫ এসসি (এডি) জারি করা হয়েছে। স্মারকটি জারি করা হয় সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫ (১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ)।
স্মারকটি প্রেরণ করা হয়েছে দেশের সকল জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজ, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এবং চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের উদ্দেশ্যে। স্মারকে সুপ্রীম কোর্টে যৌন হয়রানি সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও অনুসন্ধান কমিটির সদস্য ও রেজিস্ট্রার মুহাঃ হাসানুজ্জামানের স্বাক্ষর রয়েছে।
স্মারকে উল্লেখ করা হয়, বাংলাদেশের প্রধান বিচারপতির অনুমোদনক্রমে পূর্বে সুপ্রিম কোর্টের স্মারক নং–৭১৯/২০২২ এসসি (এডি), তারিখ ২০ মার্চ ২০২২ অনুযায়ী দেশের সকল অধস্তন আদালতে নির্দেশনা প্রদান করা হয়েছিল। ওই নির্দেশনার ভিত্তি ছিল হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং ৫৯১৬/২০০৮ মামলায় ১৪ মে ২০০৯ তারিখে প্রদত্ত ঐতিহাসিক রায়।
রায়ের আলোকে প্রত্যেক জজশীপ ও ম্যাজিস্ট্রেসিতে যৌন হয়রানি সংক্রান্ত অভিযোগ গ্রহণ, প্রাপ্ত অভিযোগ বিষয়ে অনুসন্ধান এবং প্রয়োজনীয় সুপারিশ প্রদানের জন্য পৃথক কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়।
তবে স্মারকে উল্লেখ করা হয়, অদ্যাবধি উক্ত নির্দেশনার বাস্তবায়ন কতদূর অগ্রসর হয়েছে, সে বিষয়ে সুপ্রীম কোর্টকে পূর্ণাঙ্গভাবে অবহিত করা হয়নি।
এ প্রেক্ষিতে, বাংলাদেশ সুপ্রীম কোর্টে যৌন হয়রানি সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও অনুসন্ধান কমিটির সভাপতি বিচারপতি ফারাহ মাহবুবের উপস্থিতিতে গত ২৬ নভেম্বর ২০২৫ অনুষ্ঠিত কমিটির চতুর্থ সভার সিদ্ধান্ত অনুযায়ী এ নির্দেশনা জারি করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়, সংশ্লিষ্ট প্রত্যেক জজশীপ ও ম্যাজিস্ট্রেসিতে— কমিটি গঠন করা হয়েছে কি না, গঠন করা হয়ে থাকলে কমিটির সদস্যদের নাম ও পদবি, এবং কমিটির বর্তমান কার্যক্রমের বিস্তারিত বিবরণ— এই পত্র প্রাপ্তির ১৫ কার্যদিবসের মধ্যে সুপ্রীম কোর্টে প্রেরণ করতে হবে।

