আইন কোষ
আইন কোষ (প্রতীকী ছবি)

Session: এর অর্থ অধিবেশন (সংসদ প্রসঙ্গে)

আবদুল হামিদ: বাংলাদেশ সংবিধানের ১৫২ অনুচ্ছেদের অধিবেশনে (সংসদ প্রসঙ্গে) বলা হইয়াছে যে, ‘অধিবেশন (সংসদ প্রসঙ্গে) অর্থ এই সংবিধান প্রবর্তনের পর কিংবা একবার স্থগিত হইবার বা ভাঙ্গিয়া যাইবার পর সংসদ যখন প্রথম মিলিত হয় তখন হইতে সংসদ স্থগিত হওয়া বা ভাঙ্গিয়া যাওয়া পর্যন্ত বৈঠকসমূহ।’

লেখক: জেলা ও দায়রা জজ