রাষ্ট্রপতি আবদুল হামিদ (ফাইল ছবি)
রাষ্ট্রপতি আবদুল হামিদ (ফাইল ছবি)

সংসদে পাস হওয়া ৪ বিলে রাষ্ট্রপতির সম্মতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দশম জাতীয় সংসদের ১৯তম অধিবেশনে গৃহীত চারটি বিলে সম্মতি দিয়েছেন। বিল চারটি হলো- বিদ্যুৎ বিল ২০১৮; বাংলাদেশ জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ বিল,২০১৮; শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় বিল, ২০১৮ এবং ওয়ান স্টপ সার্ভিস বিল, ২০১৮।

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে, রবিবার জাতীয় সংসদে ‘কবি নজরুল ইনস্টিটিউট বিল-২০১৮’ পাস হয়েছে। ১৯৮৪ সালের সামরিক আমলে প্রণয়ন করা ‘নজরুল ইনস্টিটিউট অর্ডিন্যান্স’ রহিত করে নতুন করে বাংলায় আইন করতে বিলটি পাস হয়েছে।

পাস হওয়া বিলে বলা হয়েছে, ইনস্টিটিউটের প্রধান কার্যালয় ঢাকায় থাকবে। তবে প্রয়োজনে ঢাকার বাইরে এর শাখা স্থাপন করা যাবে। জাতীয় কবির সাহিত্য, সংগীতসহ সব সৃষ্টিকর্ম অনুশীলনে ইনস্টিটিউট উৎসাহিত করবে বলে বিলে বলা হয়েছে।