আইনপেশার মানোন্নয়নে আইনজীবী সমিতির বক্তব্য চেয়েছে বার কাউন্সিল
বার কাউন্সিল ও আইনজীবী

অ্যাডভোকেটশীপ প্রিলিতে পাশ করলে লিখিত পরীক্ষার সুযোগ থাকবে দুইবার

অ্যাডভোকেটশীপ পরীক্ষার নিয়ম সংশোধন করেছে বাংলাদেশ বার কাউন্সিল। এখন থেকে আইনজীবী তালিকাভুক্তির প্রিলিমিনারি (MCQ) পরীক্ষায় পাশ করলেই পর পর দুইবার লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে গতকাল বুধবার (১৯ ডিসেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে যুগ্ম সচিব বিকাশ কুমার সাহা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হতে বার কাউন্সিলের নির্ধারিত ডিগ্রী অর্জন সাপেক্ষে প্রত্যেক প্রার্থীকে প্রিলিমিনারি (MCQ), লিখিত ও মৌখিক পরীক্ষায় পাশ করতে হবে। এক ঘণ্টার এমসিকিউ পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে ন্যূনতম ৫০ নম্বর পেলে উক্ত প্রার্থী লিখিত পরীক্ষায় পর পর দুইবার অংশগ্রহণের যোগ্যতা অর্জন করবেন।

তবে এমসিকিউ পরীক্ষায় পাশ করতে না পারলে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নেই। এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।

উল্লেখ্য, এর আগে, আইনজীবী তালিকাভুক্তির প্রিলিমিনারি (MCQ) পরীক্ষায় পাশ করলে প্রার্থীরা কেবল একবারই লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারতেন।