ভারতের নির্বাচন কমিশনের প্রতি অসন্তুষ্টি, পদত্যাগ করেছেন এক আইনজীবী

ভারতের নির্বাচন কমিশনের বর্তমান কর্মকাণ্ডে অসন্তুষ্টি প্রকাশ করে সংস্থাটির আইনজীবী প্যানেল থেকে পদত্যাগ করেছেন একজন।
প্রায় এক দশক ধরে ইসির সঙ্গে যুক্ত থাকা অ্যাডভোকেট মোহিত ডি রাম শুক্রবার পদত্যাগপত্র দিয়েছেন বলে টাইমস অব ইন্ডিয়া ও এনটিভি জানিয়েছে।

পদত্যাগপত্রে তিনি লিখেছেন, “নির্বাচন কমিশনের বর্তমান কর্মকাণ্ড আমার মূল্যবোধের সঙ্গে যাচ্ছে না। সেই কারণে নিজেকে আমি সেই দায়িত্ব থেকে সরিয়ে নিচ্ছি।”

তবে ১৩ বছর সুপ্রিম কোর্টে ইসির হয়ে প্রতিনিধিত্ব করতে পারাকে নিজের জীবনে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে মনে করছেন তিনি।

আদালতের পর্যবেক্ষণ গণমাধ্যমে প্রকাশ করা বন্ধে সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশনের আইনি লড়াই চলার মধ্যে মোহিত রাম ইস্তফা দিলেন।
ভারতে করোনাভাইরাস সংক্রমণ বিপর্যয় নামিয়ে আনার পর সম্প্রতি মাদ্রাজ হাই কোর্ট ইসির কড়া সমালোচনা করেছিল।

গত দুই মাসে অন্তত ৫টি রাজ্যে নির্বাচন চালিয়ে যাওয়ায় আদালত বলেছিল, ইসিকে এজন্য হত্যার অপরাধে কাঠগড়ায় দাঁড় করানো উচিৎ।

এজলাসে বিচারক একথা বললেও সংশ্লিষ্ট আদেশে তার আর উল্লেখ না করলেও তা গণমাধ্যমে এসেছিল।

ভারতের নির্বাচন কমিশনের ভাষ্য, আদালতের ওই মন্তব্যে সংস্থার ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।