বিচারক খালেদ কাবুব
বিচারক খালেদ কাবুব

ইসরায়েলের সুপ্রিম কোর্টে প্রথম স্থায়ী মুসলিম বিচারক

মধ্যপ্রাচ্যের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ ইসরায়েলের সুপ্রিম কোর্টে প্রথমবারের মতো স্থায়ী নিয়োগ পেয়েছেন একজন মুসলিম বিচারক। সম্প্রতি দেশটির সুপ্রিম কোর্টে চারজন নতুন বিচারক নিয়োগ দেয়া হয়৷ এদের মধ্যে একজন খালেদ কাবুব৷ ৬৩ বছর বয়সি এই বিচারক প্রথম মুসলিম হিসেবে স্থায়ীভাবে নিয়োগ পেলেন৷ জাফায় জন্ম নেয়া খালেদ কাবুব তেল আভিভ বিশ্ববিদ্যালয় থেকে আইনের ডিগ্রি নিয়েছেন৷

জানা গেছে, ১৫ জন বিচারক নিয়ে সুপ্রিম কোর্ট গঠিত হয়৷ নিজে পদত্যাগ না করলে কিংবা তাদের সরিয়ে দেয়া না হলে বিচারকরা ৭০ বছর বয়স পর্যন্ত কাজ করতে পারেন৷

এর আগে ১৯৯৯ সালে আবদেল রহমান জোয়াবি নামে একজন মুসলিম বিচারক সুপ্রিম কোর্টে নিয়োগ পেয়েছিলেন৷ কিন্তু তার মেয়াদ ছিল এক বছর৷

প্রসঙ্গত, ইসরায়েলের ২০ শতাংশের বেশি নাগরিক আরব৷ তারা ইসরায়েলি-আরব হিসেবে পরিচিত৷ ২০০৩ সাল থেকে সুপ্রিম কোর্টে অন্তত একজন ইসরায়েলি-আরব বিচারক আছেন৷ তবে তারা সবাই খ্রিস্টান ছিলেন৷

ইসরায়েল-ফিলিস্তিনি সংঘাতের নানা বিষয় নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি অনুষ্ঠিত হয়৷