সর্বত্র বাংলা ভাষার প্রচলনে ভাষানীতি প্রণয়নের উদ্যোগ: সংস্কৃতিবিষয়ক মন্ত্রী

সর্বত্র বাংলা ভাষার প্রচলনে সরকার ভাষানীতি প্রণয়নের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর।বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সরকারদলীয় সদস্য এম. আবদুল লতিফের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

আসাদুজ্জামান নূর বলেন, বর্তমান সরকার মাতৃভাষার প্রসার ও উন্নয়নে যথেষ্ট গুরুত্ব দিয়ে আসছে। বাংলা একাডেমি একটি ভাষা নীতি প্রণয়নের কাজে সহযোগিতা করার জন্য প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ ১ম খণ্ড (সংস্করণ), বাংলা একাডেমি প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ ২য় খণ্ড (সংস্করণ), বাংলা একাডেমি প্রমিত বাংলা ব্যবহারিক ব্যাকরণ (পুনঃমুদ্রণ), বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম (পুনঃমুদ্রণ), আধুনিক বাংলা অভিধান ইত্যাদি গ্রন্থ প্রকাশ করেছে।