অস্থায়ী প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্‌হাব মিঞা (ফাইল ছবি)

৩ ডিসেম্বর জেলা জজদের নির্দেশনা দেবেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিয়া আগামী ৩ ডিসেম্বর জেলা জজদের সঙ্গে মতবিনিময় ও দিক-নির্দেশনা দেবেন।

মঙ্গলবার আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে জারি করা এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।

আদেশে বলা হয়, বিচার বিভাগে আরও গতিশীলতা আনতে ‘জাতীয় বিচার বিভাগীয় সম্মেলন-২০১৭’ এর পরের দিন অর্থাৎ ৩ ডিসেম্বর রোববার দুপুর আড়াইটা থেকে সাড়ে ৪টা পর্যন্ত সুপ্রিম কোর্টের অডিটোরিয়ামে সারাদেশে কর্মরত সব জেলা ও দায়রা বা সমপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে প্রধান বিচারপতির কার্যভার পালনরত বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিয়া মতবিনিময় এবং তাদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক ভাষণ দেবেন।

এজন্য অনুষ্ঠানে জেলা ও দায়রা জজ বা সমপর্যায়ের কর্মকর্তাদের যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছে আইন মন্ত্রণালয়।

উল্লেখ্য, বিতর্কের মধ্যে ছুটি নিয়ে বিদেশ যাওয়া প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা গত ১১ নভেম্বর রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠান। পরে বঙ্গভবন থেকে জানানো হয় রাষ্ট্রপতি এ পদত্যাগপত্র গ্রহণ করেছেন। বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞা।

ডেস্ক রিপোর্ট/ ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডট কম