সাতকানিয়া ল’ইয়ার্স সোসাইটির অবকাশপূ্র্ব প্রীতি সমাবেশ

সাতকানিয়া ল’ইয়ার্স সোসাইটির অবকাশপূ্র্ব বাৎসরিক প্রীতি সমাবেশ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় চট্রগ্রাম নগরীর একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।

সোসাইটির সহ সাধারন সম্পাদক অ্যাড এরশাদুর রহমান রিটু সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন চট্রগ্রাম বারের সিনিয়র সদস্য ও সাতকানিয়া ল’ইয়ার্স সোসাইটির সভাপতি অ্যাড এ কে এম শামশুল ইসলাম কালাম। তিনি সোসাইটির লক্ষ্যে উদ্দেশ্য তুলে ধরে সবাইকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ব হয়ে একে অপরের সুখে দু:খে বিপদে আপদে এগিয়ে আসার আহব্বান জানান।

বিশেষ হিসাবে বক্তব্য রাখেন চট্রগ্রাম জেলা এজিপি এবং সোসাইটির সাধারন সম্পাদক অ্যাড এ এস এম বজলুর রশীদ মিন্টু, চট্রগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সেক্রেটারি অ্যাড.হুমায়ুন কবির রাসেল।

প্রধান অথিতি হিসাবে বক্তব্য রাখেন চট্রগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর ও আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড এ কে এম সিরাজুল ইসলাম চৌধুরী। তিনি সাতকানিয়ার ইতিহাস ঐতিহ্য তুলে ধরেন এবং আইন আদালত সম্পর্কে বিভিন্ন ঘটনার স্বৃতিচারন করেন। আইনজীবীদের এলাকা ভিত্তিক সোসাইটির গঠনের প্রয়োজনীয়তা তুলে ধরে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। বিগত দিনের ভুলত্রুটি ভুলে গিয়ে সবাইকে ভালবাসার বন্ধনে আবদ্ব হওয়ার আহব্বান জানান।

শুভেচ্ছা বক্তব্য রাখেন, আসন্ন চট্রগ্রাম জেলা আইনজীবী সমিতি নির্বাচন ২০১৮’র  ‘আইনজীবী ঐক্য পরিষদের’ সভাপতি পদপ্রার্থী অ্যাড. এ এস এম বদরুল আনোয়ার, সেক্রেটারি পদপ্রার্থী অ্যাড নাজিম উদ্দিন, সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সভাপতি পদপ্রার্থী অ্যাড শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, সেক্রেটারি পদপ্রার্থী মো: আবু হানিফ, সমমনা আইনজীবী সাংসদ এর প্রেসিডেন্ট পদপ্রার্থী অ্যাড চন্দন দাশ, সেক্রেটারি পদপ্রার্থী মো:নুরুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, চট্রগ্রাম জজ কোর্ট পুরো ডিসেম্বর মাস অবকাশকালীন ছুটি থাকবে।

রায়হান ওয়াজেদ চৌধুরী/ চট্টগ্রাম প্রতিনিধি