অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম (ফাইল ছবি)

‘ভ্রাম্যমাণ আদালত নয়, বিচারপতি ওয়াহহাব মিঞার বক্তব্য ছিল পুলিশ প্রসঙ্গে’

ভ্রাম্যমাণ আদালত নিয়ে নয়, আদালত পরিচালনার সময় পুলিশের উপস্থিতি নিয়ে নিজের ভয়ের কথা বলেছিলেন দায়িত্বরত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা।

‘আমার নিজেরই তো ভয় লাগে: মোবাইল কোর্ট নিয়ে বিচারপতি ওয়াহ্হাব মিঞা’ শিরোনামে অনলাইন গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদন নজরে আনা হলে দায়িত্বরত প্রধান বিচারপতি আজ বৃহস্পতিবার (৪ জানুয়ারি) অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে এ কথা জানান।

পরে মাহবুবে আলম গণমাধ্যমকে বলেন, “গতকাল ভ্রাম্যমাণ আদালত নিয়ে শুনানিতে দায়িত্বরত প্রধান বিচারপতি যে ভয়ের কথা বলেছেন, সেটা ভ্রাম্যমাণ আদালত নিয়ে না। বলেছেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় পুলিশের উপস্থিতি নিয়ে।

“উনি আসলে যেটা বলতে চেয়েছেন সেটা হল- সাধারণ মানুষের মধ্যে পুলিশ নিয়ে ভয় আছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় পুলিশ যেভাবে যায়, সেটা দেখলে কখনও কখনও উনার নিজেরই ভয় লাগে, এমন বলেছেন। উনি ভ্রাম্যমাণ আদালতের কথা বলেননি।”

গত বছরের ১১ জুন নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সংক্রান্ত ২০০৯ সালের আইনের ১৪টি ধারা ও উপধারা অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করে হাই কোর্ট।

সেইসঙ্গে এই আইনে নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অবৈধ ঘোষণাও করা হয়।

পরে রাষ্ট্রপক্ষের আবেদনে রায়ের কার্যকারিতা স্থগিত করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

হাই কোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিলের শুনানি আগামী মঙ্গলবার পর্যন্ত মুলতবি করেছে আপিল বিভাগ।

ওই সময় পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় কোনো বাধা নেই বলে সাংবাদিকদের জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

সুপ্রিমকোর্ট প্রতিনিধি/ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকম