ছবি- প্রতীকী

ইয়াবা পাচারের দায়ে ৭ মিয়ানমার নাগরিকের ১০ বছরের কারাদণ্ড

সাগর পথে ইয়াবা পাচারের দায়ে মিয়ানমারের ৭ মাদক পাচারকারীকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তরা আসামিরা হলেন- আবদুর জলিল, মুজিবুর রহমান, সাইদুল আমিন, মো. রফিক, আবদুল মালেক, মো. আয়াস ও মো. গনি। তারা সবাই মিয়ানমারের আকিয়াবের দেবাইন এলাকার বাসিন্দার।

আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে দেড়টার দিকে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ওসমান গনি এ রায় দেন।

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা আব্বাস উদ্দিন বিয়ষটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

জানা গেছে, ২০১৭ সালের ২৬ মার্চ এক লাখ ২৮ হাজার পিস ইয়াবাসহ বঙ্গোপসাগরের সেন্টমার্টিন এলাকা থেকে মিয়ানমারের সাত নাগরীককে ট্রলারসহ আটক করে কোস্টগার্ড। ওই ঘটনায় কোস্টগার্ড টেকনাফ স্টেশনের পেটি কর্মকর্তা মোক্তার হোসেন বাদি হয়ে টেকনাফ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

আজ (মঙ্গলবার) ওই মামলায় শুনানি শেষে বিচারক ওসমান গণি এ রায় ঘোষণা করেন। মামলায় সাতজনকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

জেলা প্রতিনিধি/ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকম