ডাকসু নির্বাচন নিয়ে রুলের রায় বুধবার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অনুষ্ঠান নিয়ে জারি করা রুলের ওপর শুনানি শেষ হয়েছে। আগামীকাল বুধবার (১৭ জানুয়ারি) রায়ের জন্য দিন ধার্য করেছেন হাইকোর্ট।

আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) রুলের শুনানি শেষে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চ আদেশের জন্য এ দিন ধার্য করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ, আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

উল্লেখ্য, ২০১২ সালে ঢাবির সাবেক ২৫ শিক্ষার্থী ডাকসু নির্বাচন চেয়ে রিট করেন। এরপর এই বিষয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট।

সুপ্রিমকোর্ট প্রতিনিধি/ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকম