শিক্ষানবীশ আইনজীবীদের পরিচয়পত্র নবায়নের শেষ সময় ৮ মার্চ

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির শিক্ষানবীশ আইনজীবী পরিচয়পত্র নবায়নের জন্য আবেদনের শেষ সময় ৮ মার্চ ধার্য করা হয়েছে। জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যে সকল শিক্ষানবীশ আইনজীবী ইতিপূর্বে নিবন্ধিত হয়ে এক বছর মেয়াদী ইন্টার্নশীপ আইডি কার্ড পেয়েছেন কিন্তু মেয়াদ উত্তীর্ণ হয়েছে তাদেরকে নির্ধারিত ফরমে আবেদনপূর্বক আগামী ৮ মার্চের মধ্যে সমিতির কার্যালয় থেকে পরিচয়পত্র নবায়নের জন্য আবেদন করতে হবে।

একইসঙ্গে, উল্লেখিত তারিখের মধ্যে আইডি কার্ড নবায়নের জন্য আবেদন না করলে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

পরিচয়পত্র নবায়নের ক্ষেত্রে পূর্বের আইডি কার্ড জমা দিতে হবে। পাশাপাশি এক কপি পাসপোর্ট সাইজের ছবি ও পরিচয়পত্র নবায়ন ফি বাবদ ১৫০ টাকা পরিশোধ করতে হবে। এছাড়া নতুন টাই ফি বাবদ জমা দিতে হবে আরও ১০০ টাকা।